সিডনি যেন মুম্বইময়!
বর্ডার-গাভাসকর ট্রফির আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে গাভাসকর ও সচিনের তৈলচিত্র তৈরি করা হল। তৈলচিত্র তৈরি করেছেন অজি শিল্পী ডেভ থমাস। গাভাসকর ও সচিনের এই তৈলচিত্র দেখে প্রশংসা ক্রিকেটবিশ্ব জুড়ে। সিডনি টেস্ট চলাকালীন এই দুই তৈলচিত্রই শোভিত হবে স্টেডিয়ামের মিউজিয়ামে।
সিডনিঃ এক মুম্বইকরের অধিনায়কত্বে নামবে ভারত। এক মুম্বইকর ছকবেন ড্রেসিংরুমে স্ট্র্যাটেজি। আর দুই মুম্বইকরের তৈলচিত্র শোভিত হবে টেস্ট চলাকালীন। সিডনিতে যেন ম-ম করছে শুধু মুম্বই।
বৃহস্পতিবার থেকে সিডনিতে (Sydney cricket Ground) ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট। রাহানের (Ajinkya Rahane) অধিনায়কত্বে দুরন্ত কামব্যাক হয়েছে মেলবোর্নে। সিডনিতেও ভারত সেই ছন্দ ধরে রাখতে পারে কিনা, তারই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আর সিডনি টেস্ট শুরুর আগে এসসিজির পক্ষ থেকে অভিনব সম্মান গাভাসকর (Sunil Gavaskar) ও সচিনকে (Sachin Tendulkar)।
বর্ডার-গাভাসকর ট্রফির আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে গাভাসকর ও সচিনের তৈলচিত্র তৈরি করা হল। তৈলচিত্র তৈরি করেছেন অজি শিল্পী ডেভ থমাস। গাভাসকর ও সচিনের এই তৈলচিত্র দেখে প্রশংসা ক্রিকেটবিশ্ব জুড়ে। সিডনি টেস্ট চলাকালীন এই দুই তৈলচিত্রই শোভিত হবে স্টেডিয়ামের মিউজিয়ামে।
তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মিউজিয়ামে বেশিদিন স্থায়ী হবে না এই দুই তৈলচিত্র। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট। সেই সময় মাঠে আগত দর্শকরা এই দুই তৈলচিত্র দেখতে পারবেন স্টেডিয়ামে এলেই। তবে তা পরবর্তীতে চলে যাবে বাউরাল মিউজিয়ামে( Bowral Museum)। যেই মিউজিয়ামের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্র্যাডম্যানের স্মৃতিও।
এদিন ভারতীয় দলের অনুশীলনের মাঝে এই দুই ছবির উদ্বোধন করেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। টেস্ট শুরুর ২৪ ঘন্টা আগে সিডনির ছবি দেখে তো ক্রিকেটমহল বলছে একটাই কথা, অপেরা শহরে এখন শুধুই আরব সাগর পাড়ের ক্রিকেট কথা।