U19 World Cup 2024: টিম ইন্ডিয়ার ভবিষ্যতের কোহলি-জাডেজা-যুবিরা তৈরি, চেনেন তাঁদের?

Feb 08, 2024 | 9:55 AM

Team India: যুব বিশ্বকাপ থেকে উঠে আসেন ভবিষ্যতের তারকারা। ভারতের জুনিয়র ও সিনিয়র টিমে খেলে নজরকাড়া ক্রিকেটারদের তালিকাটা ছোট্ট নয়। তাতে রয়েছেন যুবরাজ সিং, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাডেজারা। আগামী দিনে এই তালিকায় আরও নাম যে জুড়বে, তা নিয়ে সন্দেহ নেই। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা তো আজীবন খেলা চালিয়ে যাবেন না। ধীরে ধীরে তৈরি হচ্ছেন টিম ইন্ডিয়ার ভবিষ্যতের কোহলি-জাডেজা-যুবরাজরা। চেনেন এই তারকাদের?

U19 World Cup 2024: টিম ইন্ডিয়ার ভবিষ্যতের কোহলি-জাডেজা-যুবিরা তৈরি, চেনেন তাঁদের?
U19 World Cup 2024: টিম ইন্ডিয়ার ভবিষ্যতের কোহলি-জাডেজা-যুবরাজরা তৈরি, চেনেন তাঁদের?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: প্রোটিয়াভূমে চলছে এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup 2024)। যুব বিশ্বকাপের সবচেয়ে সফল দল টিম ইন্ডিয়া। গত বারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল যশ ধুলের ভারত। এ বার নেলসন ম্যান্ডেলার দেশে ভারতের যুব দলকে নেতৃত্ব দিচ্ছেন উদয় সাহারান। যুব বিশ্বকাপ থেকে উঠে আসেন ভবিষ্যতের তারকারা। ভারতের জুনিয়র ও সিনিয়র টিমে খেলে নজরকাড়া ক্রিকেটারদের তালিকাটা ছোট্ট নয়। তাতে রয়েছেন যুবরাজ সিং, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাডেজারা। আগামী দিনে এই তালিকায় আরও নাম যে জুড়বে, তা নিয়ে সন্দেহ নেই। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা তো আজীবন খেলা চালিয়ে যাবেন না। ধীরে ধীরে তৈরি হচ্ছেন টিম ইন্ডিয়ার ভবিষ্যতের কোহলি-জাডেজা-যুবরাজরা। চেনেন এই তারকাদের?

যুব বিশ্বকাপের কোন হিরোরা ভারতীয় দলের ভবিষ্যতের কোহলি-জাডেজা-যুবরাজ হতে পারেন?

১. উদয় সাহারান – এ বারের যুব বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন উদয় সাহারান। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন উদয় দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অত্যন্ত উজ্জ্বল। চলতি বিশ্বকাপে তিনি এখনও ৬টি ম্যাচে করেছেন ৩৮৯ রান।

২. সচিন দাস – চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তিনে (২৯৪ রান) রয়েছেন তিনি। এই বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে চলেছেন সচিন দাস। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ৯৬ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন। দলের প্রয়োজনে তিনি বরাবর জ্বলে ওঠেন।

৩. মুশির খান – প্রোটিয়াদের মাটিতে চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন মুশির খান। তাঁর দাদা সরফরাজ খানের মন্ত্র কাজে লাগিয়েই সফল হয়েছেন মুশির। এখনও অবধি মুশির ৬ ম্যাচে ৩৩৮ রান করেছেন।

৪. সৌম্য পান্ডে – ভারতীয় বাঁ হাতি স্পিন বোলার সৌম্য পান্ডে এ বারের যুব বিশ্বকাপে ৬টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন। তিনি ভারতীয় দলের আগামী স্পিন বিভাগের অংশ হওয়ার অন্যতম দাবিদার।

৫. রাজ লিম্বানি – ভারতের তরুণ পেসার রাজ লিম্বানির মধ্যেও জাতীয় দলে জায়গা করে নেওয়ার মতো বারুদ রয়েছে। পাকিস্তান সীমান্তর কাছে বাড়ি রাজের। যুব বিশ্বকাপে তাঁর পেসে ছারখার হয়ে চলেছে প্রতিপক্ষ দলের ব্যাটাররা।

Next Article
Team India: এমন বন্ধু আর কে আছে… যে সব ক্রিকেটাররা সবসময় পাশে পেয়েছেন বউদের
Pakistan Cricket: পাক ক্রিকেটের অন্দরে ফের আগুন, পিসিবিকে ধুয়ে দিলেন আজম খান