Virat Kohli: বিরাট কোহলির আউটে আম্পায়ারের সিদ্ধান্ত বদল, হেলমেট ছুড়লেন কিপার!
India vs Sri Lanka 2nd ODI: ভারতের টার্গেট ২৪১। ইনিংস বিরতিতে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বলেছিলেন, এই রান তাড়ায় সমস্যা হওয়ার কথা নয়। রোহিত শর্মা যে ভাবে ব্যাট করছিলেন, ওয়াশিংটনের কথাই ঠিক মনে হচ্ছিল। মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত শর্মা। গত ম্যাচে ৩৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বিরাট কোহলির ওয়ান ডে রেকর্ড দুর্দান্ত। শেষ ৬ ইনিংসে চারটি সেঞ্চুরি! শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তেও সেট হয়েছিলেন বিরাট কোহলি। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গার বোলিংয়ে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোর হয়েছিলেন। এ বারের কলম্বোর পিচ আরও কঠিন। শুরু থেকেই টার্ন। চাপে পড়ছেন ব্যাটাররা। দীর্ঘ সময় ভারতীয় দল এমন পিচে খেলতে অভ্যস্ত নয়। প্রথম ওয়ান ডে-তে দেখা গিয়েছিল, রোহিত শর্মা নতুন বলে বিধ্বংসী ব্যাটিং করেন। এরপরই চাপ বাড়তে থাকে। দ্বিতীয় ম্যাচেও তারই পুনরাবৃত্তি। তেমনই তৈরি হল বিরাট কোহলির আউট নিয়ে বিতর্কও।
ভারতের টার্গেট ২৪১। ইনিংস বিরতিতে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বলেছিলেন, এই রান তাড়ায় সমস্যা হওয়ার কথা নয়। রোহিত শর্মা যে ভাবে ব্যাট করছিলেন, ওয়াশিংটনের কথাই ঠিক মনে হচ্ছিল। মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত শর্মা। গত ম্যাচে ৩৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ থেকে যেন বেরোননি রোহিত। সেই মেজাজেই ব্যাট করছেন। এ দিন ৪৪ বলে ৬৪ রানে ফেরেন রোহিত। এরপরই ক্রিজে প্রবেশ বিরাট কোহলির।
শুরু থেকেই স্পিন সহায়ক পিচে নড়বড়ে দেখায় বিরাট কোহলিকে। আকিলা ধনঞ্জয়ের বোলিংয়ে তাঁকে লেগ বিফোর দেন অনফিল্ড আম্পায়ার। বিরাট কোহলি দ্রুতই রিভিউ নেন। স্নিকোমিটারে ধরা পড়ে বিরাটের ব্যাটে লেগেছে বল। স্বাভাবিক ভাবেই তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বদলান। যদিও শ্রীলঙ্কার প্লেয়াররা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।
বিরাট কোহলি সে সময় মাত্র ১১ রানে ব্যাট করছিলেন। খালি চোখে বোঝা কঠিন ব্যাটে বল লেগেছিল। রিপ্লে দেখেও মনে হয়নি। স্নিকোতেই ধরা পড়ে। শ্রীলঙ্কা অধিনায়ক চরিত আসালঙ্কা আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। কিপার ব্যাটার কুশল মেন্ডিস হেলমেট ছুড়ে মারেন ক্রিজেই। বিরাটের ইনিংস অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। ১৪ রানেই ফেরেন বিরাট কোহলি।