রোহিত শর্মা যেন আলাদাই মেজাজে রয়েছেন। ক্যাপ্টেন্স পারফরম্যান্স যাকে বলে। সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা ওপেনার রোহিত শর্মা। গত কয়েক বছরে আরও ভালো ভাবে সেটা বুঝিয়ে দিয়েছেন। ব্যাটিং গড় নিয়ে মাথাব্যথা নেই। লক্ষ্যই হল, যতক্ষণ ক্রিজে থাকব, রান তুলে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেটাই করে যাচ্ছেন। গ্রুপ পর্বের ম্যাচগুলি আমেরিকায় খেলেছিল ভারত। সেখানে ব্যাটারদের জন্য পরিস্থিতি খুবই কঠিন ছিল। সেই পর্বেও একটা হাফসেঞ্চুরি করেছিলেন। সুপার এইটে আরও বিধ্বংসী মেজাজে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় ২২৫ স্ট্রাইকরেটে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও ভিত গড়ে দেন ক্যাপ্টেন। এর মাঝেই স্টাম্প-মাইকে ধরা পড়ে রোহিতের মজার কথা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালেই বিদায় নিয়েছিল ভারত। সেই বিদায়ের অনেক ক্ষত ছিল। ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। আর তাদেরকেই এ বার সেমিফাইনালে মাত্র ১০৩ রানে গুটিয়ে দেয় ভারত। এর মধ্যে বাড়তি তৃপ্তি কাজ করছে। টস হেরে প্রথমে ব্যাট করে রোহিত-স্কাই জুটির সৌজন্যেই ১৭১ রানের বড় স্কোর গড়ে ভারত। এই জুটিতেই সেই মজার ঘটনা।
রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে মাঠে যেমন একদম খোলামেলা কথা বলে থাকেন, তেমনই ব্যাটিংয়ের সময়ও। স্টাম্প মাইকে নানা মজার মুহূর্তও ধরা পড়ে। গায়ানার পিচে স্পিনারদের জন্য সহায়তা ছিল। রোহিতের বিরুদ্ধে বোলিং করছিলেন লিয়াম লিভিংস্টোন। তাঁর বিরুদ্ধে একটি রিভার্স সুইপও মারেন রোহিত। যদিও সোজা ফিল্ডারের হাতে। ইনিংসের ১১তম ওভারে রোহিত উল্টোপ্রান্তে থাকা সূর্যকে বলেন, ও যদি উপরের দিকে বল পিচ করে, তা হলে উপরেই পাঠাই!
If Kehke lena is an Art , Then Captain Rohit Sharma is Maestro of it 🥶🐐 pic.twitter.com/5iyxKud8vN
— 𝐊𝐮𝐬𝐡𝐚𝐠𝐫𝐚 (@GloriousHitman) June 28, 2024
লিভিংস্টোনকে ছয় মারারই ইঙ্গিত দেন রোহিত। আর শুধু ইঙ্গিতই নন, পরের ডেলিভারিতেই ছক্কা মারেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ যেন ফুটবলের মতো। যাকে বলা যায়, বলে বলে গোল দেওয়া!