T20 World Cup 2024: ভারতের ব্রহ্মাস্ত্র বাছলেন পাক কিংবদন্তি! এই কারণেই চ্যাম্পিয়ন হবেন বিরাটরা…

Jun 29, 2024 | 1:20 PM

এ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে প্রোটিয়াদের থেকে অনেকেই টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখছেন। এক পাক কিংবদন্তিও বলছেন বিরাট কোহলিরাই হবেন এ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, ওই প্রাক্তন পাক ক্রিকেটার বেছে নিয়েছেন ব্রহ্মাস্ত্র।

T20 World Cup 2024: ভারতের ব্রহ্মাস্ত্র বাছলেন পাক কিংবদন্তি! এই কারণেই চ্যাম্পিয়ন হবেন বিরাটরা...
T20 World Cup 2024: ভারতের ব্রহ্মাস্ত্র বাছলেন পাক কিংবদন্তি! এই কারণেই চ্যাম্পিয়ন হবেন বিরাটরা...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিশ্বজয় করতে কে না চায়! আবার যখন সামনে ভারতের মতো টিম, ক্রিকেট মহল আগে ভাগে এগিয়ে দেয় তাদের। এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ফাইনাল খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারালেই বিশ্বকাপ ট্রফি আসবে ভারতীয় শিবিরে। চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে প্রোটিয়াদের থেকে অনেকেই টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখছেন। এক পাক কিংবদন্তিও বলছেন বিরাট কোহলিরাই হবেন এ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, ওই প্রাক্তন পাক ক্রিকেটার বেছে নিয়েছেন ব্রহ্মাস্ত্র। তা কী?

আসলে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার জানিয়েছেন, তাঁর মতে এ বারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ভারত। টিম ইন্ডিয়ার স্পিনারদের সামলানো যে কঠিন। তা বোঝা গিয়েছে শোয়েবের কথায়। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারত ফাইনালে ওঠার যোগ্য ছিল। অনেক শুভেচ্ছা জানাই ভারতীয় টিমকে। আমি আগেও বলেছি, শেষ ২টো বিশ্বকাপ জেতার যোগ্য ছিল ভারত। এ বারের বিশ্বকাপ জয়ের দাবিদার ভারতই।’

ফাইনালে টস জিতলে প্রোটিয়াদের কী করা উচিত, তাও বলেছেন শোয়েব। তাঁর কথায়, ‘যদি দক্ষিণ আফ্রিকা টস জেতে, তা হলে ব্যাটিং বাছতে হবে। তা হলে যদি একটু লড়াই দেখা যায়। এই প্রথম বার বিশ্বকাপ ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। ওরাও ভালো পারফর্ম করে এখানে পৌঁছেছে। কিন্তু ভারতের সামনে ভয় পেতে পারে প্রোটিয়ারা। ভারতের স্পিনারদের সামনে কে রান করতে পারবে? এ বারের বিশ্বকাপ অবশ্যই জেতা উচিত ভারতের।’ শোয়েবের এই কথা থেকে পরিষ্কার তাঁর মতে, ভারতের ব্রহ্মাস্ত্র স্পিনাররা।

টিম ইন্ডিয়ার স্পিনাররা ভালো ছন্দে রয়েছেন। সেমিফাইনালে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের ঘূর্ণিতে বেসামাল হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ফলে এটা প্রমাণিত হয়েছে যে, ভারত যে কোনও প্রতিপক্ষকে স্পিনের জালে জড়িয়ে ম্যাচ বের করে নিতে পারে। সঙ্গে ভারতের বোলিং বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরার মতো বিশ্বমানের পেসার। তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। অর্শদীপ সিংয়ের কথা ভুললে তো চলবেই না। তাই ক্রিকেট মহল বলছে, সব মিলিয়ে বোলিং বিভাগ নিশ্চিন্তে ভারতকে এ বারের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে।

Next Article