Varun Chakaravarthy: ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, ‘ভালো-মন্দ’ বরুণ চক্রবর্তীর

Jan 25, 2025 | 8:21 PM

India vs England 2nd T20I: শেষ অবধি ফ্রন্টফুটে কোনওরকম ডিফেন্স করতে চাইছিলেন। বরুণ বল রিলিজ করার আগেই দেখে নিয়েছিলেন ব্রুকের এগনোর বিষয়টা। কিছুটা শর্ট করেন। উইকেট থেকে বেল ছিটকে দেয় অনবদ্য ডেলিভারি। যা দেখে প্রশংসায় হ্যারি ব্রুকও হেসে ফেলেন।

Varun Chakaravarthy: ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, ভালো-মন্দ বরুণ চক্রবর্তীর
Image Credit source: BCCI

Follow Us

আউট হয়েও ব্যাটার হাসেন? অনেক সময় বাধ্য হন। যেমন হ্যারি ব্রুকের ক্ষেত্রে হল। ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বরুণ চক্রবর্তী। চিপকে তাঁর নানা স্মৃতি। এর মধ্যে যোগ হল আরও একটা স্মরণীয় মুহূর্ত। সমর্থকদের সামনে উইকেট। ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক স্টেপ আউট করার কথা ভেবেছিলেন। দ্বিধায়ও ভুগছিলেন। শেষ অবধি ফ্রন্টফুটে কোনওরকম ডিফেন্স করতে চাইছিলেন। বরুণ বল রিলিজ করার আগেই দেখে নিয়েছিলেন ব্রুকের এগনোর বিষয়টা। কিছুটা শর্ট করেন। উইকেট থেকে বেল ছিটকে দেয় অনবদ্য ডেলিভারি। যা দেখে প্রশংসায় হ্যারি ব্রুকও হেসে ফেলেন।

হোম গ্রাউন্ডে কেরিয়ারের প্রথম ওভারেই উইকেটে আরও আত্মবিশ্বাসী বরুণ। কিন্তু তাঁর আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিলেন ব্রাইডন কার্স। স্পেলের শেষ ওভারের প্রথম দুটি ডেলিভারিই গ্যালারিতে পাঠিয়েছিলেন ব্রাইডন। ঘরের মাঠে অভিষেকটা সুখকর কি না বোঝা যাচ্ছিল না। বরুণ চক্রবর্তী শেষ স্পেলে আরও একটা উইকেট নিয়ে হোম অভিষেক কিছুটা হলেও সুখকর করে রাখলেন। সব মিলিয়ে তাঁর ঝুলিতে ২ উইকেট। ইডেনে নিয়েছিলেন তিন উইকেট।

এই খবরটিও পড়ুন

ইকোনমির দিক থেকে কিছুটা হয়তো হতাশই হবেন বরুণ। ইডেন ম্যাচে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ইকোনমিও খুব ভালো ছিল। চেন্নাই তাঁর পরিচিত জায়গা। পিচ সম্পর্কে খুব ভালো জানেন। দু-উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান। নিঃসন্দেহে ইকনোমি নিয়ে ভাববেন বরুণ। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ইতিমধ্যেই দু-ম্যাচে তাঁর ঝুলিতে পাঁচ উইকেট।

Next Article