ইডেন গার্ডেন্সে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও একই সিদ্ধান্ত সূর্যর। টস জিতে ফিল্ডিং নেন। শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় বোলারদের। এরপর স্পিন দাপট। ১০৪ রানের মধ্য়েই ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। শেষ দিকে তাঁদের লোয়ার অর্ডার ব্যাটাররা দুর্দান্ত চেষ্টা করেন। ব্রাইডন কার্স, ডেবিউ ম্যাচ খেলতে নামা জেমি স্মিথ, জোফ্রা আর্চাররা অবদান রাখেন। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে ইংল্যান্ড।
এই ম্যাচে নজর ছিল অর্শদীপের উপর। ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির সামনে অর্শদীপ। এই ম্যাচের আগে ৯৭ উইকেটে ছিলেন। সেঞ্চুরি অবশ্য হল না। ওয়েটিং লিস্টেই থাকতে হল অর্শদীপকে। হয়তো রাজকোটের জন্য তোলা রইল সেই রেকর্ড! তবে সার্বিক ভাবে তাঁর বোলিং নজর কাড়ল। ভুললে চলবে না স্পিনারদের কথাও। সূর্যকুমার যাদব এ দিন সাত বোলার ব্যবহার করেন। প্রত্য়েকেই কিছু না কিছু অবদান রেখেছেন।
বাউন্ডারি মেরে ইংল্য়ান্ড ইনিংস শুরু করেন ফিল সল্ট। অর্শদীপ সিং নতুন বলে সুইং কন্ট্রোল করতে পারেননি। ফিল সল্টকে সেট-আপ করতে খুব বেশি সময় লাগেন। পিচ রিপোর্টেই বলা হয়েছিল, বল শুরুর দিকে থমকে আসবে। ইনিংসের চতুর্থ ডেলিভারিতে শর্ট পিচ পেয়েই পুল করেন ফিল সল্ট। বল অফ স্টাম্পের বাইরে ছিল। কানেক্ট করা সহজ ছিল না। স্কোয়ার লেগে সহজ ক্যাচ ওয়াশিংটন সুন্দরের হাতে। অর্শদীপ সিংয়ের ৯৮ তম শিকার হন সল্ট। গত ম্যাচের মতোই প্রথম ওভারেই উইকেট অর্শদীপ সিংয়ের।
ইংল্যান্ড টপ অর্ডারে এ দিনও ভরসা হয়ে দাঁড়ান সেই জস বাটলার। ইডেন গার্ডেন্সেও দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ইংল্য়ান্ড হোয়াইট বল ক্যাপ্টেন। চেন্নাইতে অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস হয় তাঁর। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নিয়েছেন।