AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: চেন্নাই ম্যাচের আগে জোড়া ধাক্কা, সিরিজেই নেই ভারতের দুই তারকা!

India vs England T20I Series: ইডেন ম্যাচে দুটি চোখ ধাঁধানো ক্যাচ নিলেও নীতীশ কিংবা রেড্ডিকে ব্যাটিং-বোলিংয়ে প্রয়োজন পড়েনি। তবে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে চাপ বাড়ল। তাঁদের পরিবর্তও ঘোষণা করা হয়েছে।

Indian Cricket: চেন্নাই ম্যাচের আগে জোড়া ধাক্কা, সিরিজেই নেই ভারতের দুই তারকা!
Image Credit: PTI
| Updated on: Jan 25, 2025 | 6:12 PM
Share

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ইডেন গার্ডেন্সে ৭ উইকেটের বড় জয়ে সিরিজে ১-০ এগিয়ে। আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ম্যাচের আগেই জোড়া ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন পেস বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং ফিনিশার রিঙ্কু সিং। ইডেন ম্যাচে দুটি চোখ ধাঁধানো ক্যাচ নিলেও নীতীশ কিংবা রেড্ডিকে ব্যাটিং-বোলিংয়ে প্রয়োজন পড়েনি। তবে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে চাপ বাড়ল। তাঁদের পরিবর্তও ঘোষণা করা হয়েছে। তৃতীয় ম্যাচের আগে স্কোয়াডে যোগ দেবেন দুই পরিবর্ত।

ভারতীয় বোর্ডের তরফে নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংয়ের মেডিক্যাল আপডেট পাঠানো হয়েছে। জানানো হয়েছে, নীতীশ কুমার রেড্ডির সাইড স্ট্রেইন রয়েছে। চেন্নাই ম্যাচের আগের দিনই এই চোট পেয়েছেন নীতীশ। পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ভারতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার। এখান থেকে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সলেন্সে (যা এনসিএ নামেও পরিচিত) পাঠানো হচ্ছে রিহ্য়াবের জন্য।

ভারতীয় দলের আর এক তারকা রিঙ্কু সিং ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ ক্য়াচ নিয়েছিলেন। ব্যাটিংয়ে অবশ্য নামার প্রয়োজন পড়েনি। তবে সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন রিঙ্কু সিং। ব্যাক স্প্যাজম রয়েছে। তবে রিঙ্কু দ্রুত রিকোভারি করছে বলেও জানিয়েছে বোর্ড। আপাতত আজকের দ্বিতীয় টি-টোয়েন্টি এবং তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রিঙ্কু। যদিও পরিস্থিতি বলছে, সিরিজেই আর পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। বোর্ড ইতিমধ্যেই এই দু-জনের পরিবর্ত হিসেবে শিবম দুবে ও রমনদীপ সিংয়ের যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে।