IND vs ENG Toss: চার স্পিনারের কম্বিনেশন ভারতের, দু-দলের একাদশেই জোড়া পরিবর্তন
India vs England Chennai Toss Report: সূর্যকুমার যাদব লোকাল বয় ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করতেই চিপকে বিশাল গর্জন। ভারতের একাদশে যেমন জোড়া পরিবর্তন তেমনই ইংল্যান্ড একাদশেও।
টস জিতে ফের বোলিংয়ের সিদ্ধান্ত সূর্যকুমার যাদবের। যদিও বিশেষজ্ঞরা বলছিলেন ব্যাটিং করে নেওয়া ভালো। নীতীশ রেড্ডি সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। রিঙ্কু সিংকে শেষ দিকে পাওয়া যাবে আশাবাদী সূর্য। এই দু-জনের পরিবর্তে একাদশে এলেন ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল। সূর্যকুমার যাদব লোকাল বয় ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করতেই চিপকে বিশাল গর্জন। ভারতের একাদশে যেমন জোড়া পরিবর্তন তেমনই ইংল্যান্ড একাদশেও।
এখানে কুয়াশার সমস্য়া নেই। ইডেন গার্ডেন্সে কুয়াশার জন্য বল দেখতে সমস্যা হয়েছিল, এমন দাবি করেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার। এখানে তাই যেন পিচ রিপোর্টের আগেই অজুহাতের সম্ভাবনা কমিয়ে দিলেন পার্থিব প্যাটেল। পিচ রিপোর্টে জানান, ব্ল্যাক সয়েল পিচ, শুরুতে বল থমকে আসবে। তবে পরের দিকে স্পিনারদের জন্য সুবিধা বাড়বে বলাই যায়। সূর্যকুমার যাদব অবশ্য সে কথা ভেবেই রান তাড়ার সিদ্ধান্ত নিলেন। ইংল্যান্ড টিমে ভালো মানের স্পিনার নেই।
ভারত এই ম্যাচে চার স্পিনারে কম্বিনেশন সাজিয়েছে। একমাত্র স্পেশালিস্ট পেসার অর্শদীপ সিং। নতুন বলে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন হার্দিক পান্ডিয়া। ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। সব মিলিয়ে ভারতের চার স্পেশালিস্ট স্পিনার। যা ম্যাচের আগেই প্রত্যাশা করা হয়েছিল। সামি এই ম্য়াচেও ওয়েটিং লিস্টেই।
এই খবরটিও পড়ুন
ভারতের একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্য়াটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
ইংল্যান্ড একাদশ – বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।