কাইফ-অনুষ্টুপের চওড়া ব্যাটে সহজ জয় বাংলার

Feb 21, 2021 | 5:43 PM

মুস্তাক আলি টি-টোয়েন্টির ব্যর্থতা ৫০ ওভারের ফরম্যাটে কাটিয়ে উঠলেন অনুষ্টুপরা। সার্ভিসেসকে ৭০ রানে উড়িয়ে দিল বঙ্গব্রিগেড।

কাইফ-অনুষ্টুপের চওড়া ব্যাটে সহজ জয় বাংলার
কাইফ-অনুষ্টুপের চওড়া ব্যাটে সহজ জয় বাংলার

Follow Us

কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলা (Bengal Cricket Team)। মুস্তাক আলি টি-টোয়েন্টির ব্যর্থতা ৫০ ওভারের ফরম্যাটে কাটিয়ে উঠলেন অনুষ্টুপরা। সার্ভিসেসকে ৭০ রানে উড়িয়ে দিল বঙ্গব্রিগেড। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩১৫ রান তোলে বাংলা। জবাবে ২৪৫ রানে শেষ সার্ভিসেসের ইনিংস। দুরন্ত ব্যাটিং করে ম্যাচের নায়ক বাংলার কাইফ আহমেদ।

 

 

টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় সার্ভিসেস। ওপেনার বিবেক সিং ৩৯ এবং শ্রীবত্‍স গোস্বামী ২৮ রানে আউট হন। অভিমন্যু ঈশ্বরন করেন ৩৯ রান। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার আউট হন ৫৮ রানে। এরপরই দুরন্ত ইনিংস উপহার দিয়ে বাংলার স্কোর ৩০০ পার করেন কাইফ আহমেদ। ৫৩ বলে ৭৫ রান করেন কাইফ। ইনিংসে সাজানো ১১টি চার ও ২টি ছয়। শাহবাজ আহমেদ করেন ২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে সার্ভিসেস। ইশান পোড়েল, মুকেশ কুমারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় সার্ভিসেসের টপ অর্ডার। অধিনায়ক রজত পালিওয়াল ৯০ রান করেন। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর উইকেট নেন শাহবাজ। ৪৯.৪ ওভারে ২৪৫ রানে শেষ হয়ে যায় সার্ভিসেসের ইনিংস। বাংলার হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন ইশান পোড়েল, আকাশদীপ, মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ। ১টি উইকেট নেন অর্ণব নন্দী।

আরও পড়ুন: ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ

জয় দিয়ে বিজয় হাজারে ট্রফি শুরু করায় আত্মবিশ্বাস বাড়ল বাংলা দলের। ২৩ তারিখ চণ্ডীগড়ের বিরুদ্ধে বাংলার পরের ম্যাচ। বাংলার গ্রুপে অন্য ম্যাচে হরিয়ানাকে ৩ উইকেটে হারাল চণ্ডীগড়। প্রথমে ব্যাট করে ২৯৯ রান করে রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মাদের হরিয়ানা। ৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় মনন ভোরাদের চণ্ডীগড়।

Next Article