T20 World Cup 2021: হার্দিকের বদলে ‘বোলার বিরাট’ অস্ত্রে শান দিচ্ছে ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 20, 2021 | 5:33 PM

আজ, বুধবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে (Warm Up Match) বোলিং করলেন বিরাট কোহলি।

T20 World Cup 2021: হার্দিকের বদলে বোলার বিরাট অস্ত্রে শান দিচ্ছে ভারত
T20 World Cup 2021: হার্দিকের বদলে 'বোলার বিরাট' অস্ত্রে শান দিচ্ছে ভারত (ছবি-টুইটার)

Follow Us

দুবাই: হার্দিকের (Hardik Pandya) বদলে বিরাট (Virat Kohli)? শুনতে অবাক লাগলেও, বোর্ডের (BCCI) সুদূরপ্রসারী এই ভাবনাই হয়তো বিশ্বকাপে (T20 World Cup) দেখা যেতে পারে। কোমরের চোট সারিয়ে মাঠে ফেরার পর দীর্ঘদিন বল হাতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। অথচ অলরাউন্ডার হিসেবেই টিমে নেওয়া হয়েছে তাঁকে। আইপিএলে একটা-দুটো ম্যাচ বাদ দিয়ে সে ভাবে কথা বলেনি হার্দিকের ব্যাট। হার্দিকের বিকল্প হিসেবেই কি বোলার বিরাটকে ব্যবহারের ভাবনা টিম ম্যানেজমেন্টের?

বুধবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে (Warm Up Match) বোলিং করলেন বিরাট কোহলি। ২ ওভার হাত ঘোরালেও উইকেট পাননি তিনি। ১২ রান দিয়েছেন ভারত অধিনায়ক। সপ্তম ওভারে কোহলির হাতে বল তুলে দেন রোহিত শর্মা। প্রথম ওভারে ৪ রান দেন বিরাট। ক্রিজে তখন গ্লেন ম্যাক্সওয়েল আর স্টিভ স্মিথ। নিজের দ্বিতীয় ওভারে ৮ রান দেন কোহলি। সচরাচর বোলার বিরাট কোহলিকে দেখা যায় না। অনেক বছর আগে শেষ বার বোলিং করেছিলেন কোহলি। আইপিএলেও এক আধবার বোলিং করেছেন। তবে বোলার বিরাটের সাফল্য একে বারেই নেই। কিন্তু প্রশ্ন হল, হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবেই কি বোলার বিরাটকে ব্যবহারের ভাবনা টিম ম্যানেজমেন্টের? হার্দিক বোলিং না করলে ষষ্ঠ বোলারের অভাব স্পষ্ট টের পাবে দল। সেক্ষেত্রে বিরাটকে দিয়ে ১ ওভার কিংবা ২ ওভার বল করানোর পরিকল্পনা রয়েছে থিঙ্ক ট্যাঙ্কের। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে টস করতে এসে রোহিত বলেন, ‘আমাদের ষষ্ঠ বোলার নিশ্চিত করতে হবে। আমরা বেশ কিছু অপশন খুঁজছি।’ অনেকে বলছেন, মেন্টর ধোনিরই এই আইডিয়া। অধিনায়ক থাকাকালীন অনেক সময়ই ধোনির গেমপ্ল্যান পাল্টে দিয়েছে ম্যাচের মোড়। বিশ্বকাপে মেন্টর ধোনির সেই স্ট্র্যাটেজিরই পার্ট হয়তো বোলার বিরাট।

হার্দিক পান্ডিয়া বোলিং না করলে তাঁর জায়গায় হয়তো কোনও স্পেশালিস্ট ব্যাটসম্যানকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। রবিবার দুবাইয়ে চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কাপ অভিযান শুরু কোহলিদের। ৫০ ওভার হোক কিংবা ২০ ওভার, বিশ্বকাপে এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সেই ট্র্যাডিশন এ বারও বজায় রাখতে তৈরি টিম ইন্ডিয়া। তবে বোলার বিরাটের ভূমিকা উজ্জ্বল হলে, এই ভারতকে রোখা দুষ্কর হয়ে যাবে।

আরও পড়ুন:  T20 World Cup 2021: ভারত-পাক ম্যাচের আগেই রোহিতের ক্যাপ্টেন্সিতে খেললেন বিরাট

আরও পড়ুন:T20 World Cup 2021: বিশ্বকাপে এক হাতে দুরন্ত ক্যাচ স্কটল্যান্ডের রিচি ব্যারিংটনের  

Next Article