T20 World Cup 2021: বিশ্বকাপে এক হাতে দুরন্ত ক্যাচ স্কটল্যান্ডের রিচি ব্যারিংটনের
তবে শুধু ফিল্ডিংয়ে নয়, ব্যাট হাতেও মুগ্ধ করেছেন স্কটিশ ক্রিকেটার রিচি ব্যারিংটন (Richie Berrington)।
ওমান: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হওয়ার পর থেকেই একের পর এক চমক দেখা যাচ্ছে। কোনও ক্রিকেটার চার বলে চার উইকেট নিচ্ছেন, কোনও ক্রিকেটার আবার কয়েক দিন আগেই অন্য পেশায় জড়িয়ে ছিলেন, বিশ্বমঞ্চে এসেই ঝলক দেখাচ্ছেন। এরই মাঝে গতকাল পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) বিরুদ্ধে এক হাতে ক্যাচ নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন স্কটল্যান্ডের (Scotland) রিচি ব্যারিংটন (Richie Berrington)। তবে শুধু ফিল্ডিংয়ে নয়, ব্যাট হাতেও মুগ্ধ করেছেন স্কটিশ ক্রিকেটার রিচি। ৪৯ বলে ৭০ রান করেন ৩৪ বছরের রিচি ব্যারিংটন। সবে তো প্রথম রাউন্ড চলছে তাতেই এত চমক। আরও চমকের অপেক্ষায় থাকবে ক্রিকেটপ্রেমীরা।
পাপুয়া নিউ গিনির ইনিংস চলাকালীন ৫.৫ ওভারে জস ডেভির (Josh Davey) বলে ড্রাইভ মারতে গিয়ে সাইমন অ্যাটাই (Simon Atai) রিচি ব্যারিংটনের হাতে ক্যাচ দিয়ে বসেন। এক হাতে দুরন্ত ক্যাচ নেন ব্যারিংটন। তাঁর ক্যাচ নেওয়ার ভিডিও পোস্ট করে আইসিসি ইন্সটাগ্রামে লেখে, “রিচি ব্যারিংটন শুধু ব্যাট দিয়ে মুগ্ধ করে সন্তুষ্ট নন, তিনি আমাদের ফিল্ডিংয়েও মাস্টারক্লাস দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।”
View this post on Instagram
পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে স্কটরা। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগে অলআউট হয়ে যান আসাদ ভালারা। ১৭ রানে হেরে যায় পাপুয়া নিউ গিনি। প্রথম রাউন্ডের দুই ম্যাচে জিতে গ্রুপ-‘বি’-র শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। অন্যদিকে যোগ্যতা অর্জন পর্বের দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবলের সব থেকে নীচে রয়েছে পাপুয়া নিউ গিনি।
আরও পড়ুন: Indian Cricket: বিশ্বকাপের পর কোহলির জায়গায় ক্যাপ্টেন রোহিত: বোর্ড সূত্র
আরও পড়ুন: T20 World Cup 2021: পাকিস্তান ম্যাচের ভারতীয় দল বাছলেন স্টেইন ও লক্ষ্মণ