Indian Cricket: বিশ্বকাপের পর কোহলির জায়গায় ক্যাপ্টেন রোহিত: বোর্ড সূত্র

বোর্ডের এক কর্তা ফাঁস করলেন সেই গোপন কথাই। সাদা-বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বিরাটের ডেপুটি হিটম্যান। বিরাটের অনুপস্থিতিতে এর আগে ভারতকে নেতৃত্ব দিলেও অবশেষে পাকাপাকি ভাবে পূর্ণ অধিনায়ক হচ্ছেন রোহিত।

Indian Cricket: বিশ্বকাপের পর কোহলির জায়গায় ক্যাপ্টেন রোহিত: বোর্ড সূত্র
Indian Cricket: বিশ্বকাপের পর কোহলির জায়গায় ক্যাপ্টেন রোহিত: বোর্ড সূত্র (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2021 | 4:37 PM

মুম্বই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরই কুড়ি ওভারের ফরম্যাটে আর ক্যাপ্টেন্সি করবেন না বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু তাঁর জায়গায় কে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন? রাহুল (KL Rahul) থেকে পন্থ (Rishabh Pant)- নাম অনেকের ভাসলেও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই (Rohit Sharma)। বোর্ডের এক কর্তা ফাঁস করলেন সেই গোপন কথাই। সাদা-বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বিরাটের ডেপুটি হিটম্যান। বিরাটের অনুপস্থিতিতে এর আগে ভারতকে নেতৃত্ব দিলেও অবশেষে পাকাপাকি ভাবে পূর্ণ অধিনায়ক হচ্ছেন রোহিত।

বোর্ডের (BCCI) এক কর্তা বলেন, ‘লুকোচুরির কোনও ব্যাপার নেই। বিরাটের পর রোহিতই ভারতের অধিনায়ক হবে। ওর মধ্যে ক্যাপ্টেন্সির সমস্ত গুণই রয়েছে। টি-২০ বিশ্বকাপের পরই সরকারি ভাবে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ভার নেবে রোহিত।’

টি-২০ বিশ্বকাপের আগেই বিরাট ঘোষণা করেছিলেন, বিশ্বকাপের পর কুড়ি ওভারের ফরম্যাটে নেতৃত্ব ছাড়বেন। খেলবেন শুধু ক্রিকেটার হিসেবে। এমন কি আইপিএলে আরসিবির (RCB) হয়েও পরের মরসুমে আর ক্যাপ্টেন্সি করবেন না কোহলি। আইপিএলে আরিসিবিকে খেতাব জেতাতে পারেননি বিরাট। দেশের হয়েও ক্যাপ্টেন্সিতে আইসিসির ট্রফি পাননি। তাই বিশ্বকাপ জিতিয়ে সেই বদনাম ঘোচাতে চান কোহলি। এ দিকে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ক্যাপ্টেন্সি করলেন রোহিত শর্মা। অ্যারন ফিঞ্চের সঙ্গে টস করতে আসেন হিটম্যানই। প্রথমে ভাবা হয়েছিল, বিরাটকে হয়তো বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু ভারত ফিল্ডিংয়ে নামতেই দেখা গেল কোহলিকে। এমনকি তিনি বোলিংও করলেন। আজ থেকেই ক্যাপ্টেন রোহিতের অধীনে খেললেন ক্রিকেটার বিরাট।

তবে বোর্ড সূত্রের খবর, শুধুমাত্র টি-টোয়েন্টি নয়। একদিনের ক্রিকেটেও দলনায়ক হবেন রোহিত শর্মা। অর্থাৎ সাদা বলের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন হিটম্যানই। সেখানে শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলবেন কোহলি। আর লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন বিরাট। এ দিকে টি-২০ বিশ্বকাপের পর ভারতের কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। ইতিমধ্যেই কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড।

আরও পড়ুন: T20 World Cup 2021: পাকিস্তান ম্যাচের ভারতীয় দল বাছলেন স্টেইন ও লক্ষ্মণ

আরও পড়ুন: Virender Sehwag’s Birthday: ৪৩ এ পা দিলেন বীরেন্দ্র সেওয়াগ