Virender Sehwag’s Birthday: ৪৩ এ পা দিলেন বীরেন্দ্র সেওয়াগ

আজ ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) জন্মদিন (Birthday)। ৪৩-এ পা দিলেন নজফগড়ের নবাব। ভারতীয় ক্রিকেটে আগ্রাসী ব্যাটারদের তালিকায় সযত্নে নিজের নাম খোদাই করে রেখেছেন বীরু। ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ১৯টি টি-২০, এবং ২৫১টি ওয়ান ডে খেলেছেন সেওয়াগ। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ৮৫৮৬ রান। ওয়ান ডে ক্রিকেটে তাঁর নামের পাশে ৮২৭৩ রান। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে (টি-২০) বীরুর সংগ্রহ ৩৯৪ রান।

| Edited By: | Updated on: Oct 20, 2021 | 10:08 AM
টেস্ট ক্রিকেটে একমাত্র ত্রিশতরানকারী ভারতীয় ব্যাটার হলেন বীরেন্দ্র সেওয়াগ। (ছবি-টুইটার)

টেস্ট ক্রিকেটে একমাত্র ত্রিশতরানকারী ভারতীয় ব্যাটার হলেন বীরেন্দ্র সেওয়াগ। (ছবি-টুইটার)

1 / 4
২০০৪ সালের ২৯ মার্চ পাকিস্তানের মুলতানে সেওয়াগ টেস্ট ক্রিকেটে প্রথম তিনশো রান করেন। (ছবি-টুইটার)

২০০৪ সালের ২৯ মার্চ পাকিস্তানের মুলতানে সেওয়াগ টেস্ট ক্রিকেটে প্রথম তিনশো রান করেন। (ছবি-টুইটার)

2 / 4
ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করা দ্বিতীয় ব্যাটার বীরেন্দ্রে সেওয়াগ। তিনি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪৯ বলে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন।(ছবি-টুইটার)

ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করা দ্বিতীয় ব্যাটার বীরেন্দ্রে সেওয়াগ। তিনি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৪৯ বলে ২১৯ রানের ইনিংস খেলেছিলেন।(ছবি-টুইটার)

3 / 4
ভারতের ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দল ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বীরু। (ছবি-টুইটার)

ভারতের ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দল ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বীরু। (ছবি-টুইটার)

4 / 4
Follow Us: