Virat-Yashasvi: বিরাট কোহলির বিদায়! ভারতীয় ক্রিকেটের ‘নতুন কিং’ যশস্বী জয়সওয়াল?

Nov 12, 2024 | 6:30 PM

India Tour of Australia: বিরাট কোহলি ক্রিকেট বিশ্বে 'কিং কোহলি' বলে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর পর শুভমন গিল পেয়েছেন 'ভারতীয় ক্রিকেটের প্রিন্স' তকমা। তাঁর ব্যাটিং স্টাইল, ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয়। কিন্তু অজি মিডিয়ার চোখে তিনি টিম ইন্ডিয়ার নতুন কিং নন।

Virat-Yashasvi: বিরাট কোহলির বিদায়! ভারতীয় ক্রিকেটের নতুন কিং যশস্বী জয়সওয়াল?
Virat-Yashasvi: বিরাট কোহলির বিদায়! ভারতীয় ক্রিকেটের 'নতুন কিং' যশস্বী জয়সওয়াল?

Follow Us

কলকাতা: এটাই শেষ অস্ট্রেলিয়া সফর! বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ভবিষ্যদ্বাণী অজি মিডিয়ার। ফর্মে নেই কিং কোহলি। যে কারণে চিন্তা বাড়ছে বিরাটকে নিয়ে। অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে টিম থেকে বাদ পড়তে পারেন। এ নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। সত্যিই বিরাট দল থেকে বাদ পড়লে তাঁর জায়গা কে নেবেন? ভাসছে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কির নাম। অজি মিডিয়াও বেছে নিয়েছেন এক ভারতীয় রাইজিং স্টারকে। ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ধরছে তারা।

বিরাট কোহলি ক্রিকেট বিশ্বে ‘কিং কোহলি’ বলে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর পর শুভমন গিল পেয়েছেন ‘ভারতীয় ক্রিকেটের প্রিন্স’ তকমা। তাঁর ব্যাটিং স্টাইল, ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয়। কিন্তু অজি মিডিয়ার চোখে তিনি টিম ইন্ডিয়ার নতুন কিং নন। ২২ গজে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। কয়েকদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে প্যাট কামিন্সদের বিরুদ্ধে ভারতের ৫ টেস্টের সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ান মিডিয়ার চোখে যশস্বী জয়সওয়াল হলেন ‘দ্য নিউ কিং।’

এই খবরটিও পড়ুন

টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল যে লম্বা রেসের ঘোড়া, তা দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার মাঝে মাঝে বলেছেন। তাঁর উত্থানও হয়েছে দেখার মতো। জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে তিনি নজর কেড়েছেন। মাত্র ২২ বছরের যশস্বী এখনও অবধি ১৪টি টেস্টে খেলেছেন। করেছেন ১৪০৭ রান। সর্বাধিক ২১৪*। অজি মিডিয়ার মতে, বিরাট কোহলির যোগ্য উত্তরসূরি হিসেবে জায়গা নিতে পারেন যশস্বী। এই প্রথম বার অজি সফরে গিয়েছেন যশস্বী। সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজের টেস্ট কেরিয়ারের রিপোর্ট কার্ড কতটা উন্নত করতে পারেন তিনি, ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর থাকবে সেদিকে।

Next Article