ইডেন গার্ডেন্সে শেষ বার বিরাটের ম্যাচটা মনে পড়ে? ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছিল ইডেনেই। জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। প্রোটিয়াদের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করেছিলেন। ভারত ম্যাচটি বিরাট ব্য়বধানে জিতেছিল। বল হাতে অনবদ্য পারফর্ম করেছিলেন রবীন্দ্র জাডেজা। ইডেনে বিরাটের প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল। সেটাই স্বাভাবিক। যদিও বিরাটের বিধ্বংসী ব্যাটিং দেখার সুযোগ মিলল না। মাত্র ১৮ রানেই ফিরলেন ১৮ নম্বর জার্সির বিরাট।
আইপিএলে আম্পায়ারিং নিয়ে অসন্তোষ নতুন নয়। ওয়াইড বলের ক্ষেত্রেও ডিআরএস নেওয়ার সুযোগ রয়েছে। ইডেনে আম্পায়ারিং নিয়ে বিরাটের অসন্তোষ। হর্ষিত রানার স্লো ফুলটসে তাঁর ক্যাচেই ফেরেন বিরাট কোহলি। যদিও বলের উচ্চতা নিয়ে সন্দেহ ছিল। বিরাট প্রায় বুকের উচ্চতায় বল ট্যাপ করেছিলেন। যা হর্ষিতের হাতে যায়। নো বল চেক করা হয়। বিরাট ক্রিজ ছেড়ে দাঁড়িয়েছিলেন। বল ট্র্যাকার দেখায়, ফুলটসটি ডিপ করছিল।
যা নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। কেউ বলছেন এটি নো বল। তৃতীয় আম্পায়ার অবশ্য টেকনোলজি দেখেই সিদ্ধান্ত দিয়েছেন। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিরা প্রচন্ড ক্ষুব্ধ এটি নো বল না দেওয়ায়। আম্পায়ারের সঙ্গে মাঠেই তর্ক জুড়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আম্পায়ারিং, নো বল এসব। বিরাট আম্পায়ারের সঙ্গে তর্ক করে মাঠ ছাড়েন। ড্রেসিং রুমে ঢোকার সময় ব্যাট দিয়ে লনের সামনে কনক্রিটে আঘাত করেন। ডাগ আউটেও সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের বোঝানোর চেষ্টা করেন, এটি কী ভাবে এতটা নিচু যাচ্ছিলেন বলটা!
#KKRvRCB #ViratKohli
Angry Virat Kohli 🥶 pic.twitter.com/HZwTBdEYHv— Dhonism (@Dhonismforlife) April 21, 2024
বিরাটের আউট এবং এই বিতর্ক যে দ্রুত থামার নয় তা পরিষ্কার। এ নিয়ে আলোচনা চলবেই। দেশের প্রাক্তন ক্রিকেটাররাও নানা মত দিচ্ছেন বিরাটের এই আউট নিয়ে। প্রশ্ন একটাই, টেকনোলজি কি সবসময় নিখুঁত হয়?