গত এক দশক ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। রয়েছে আইপিএলও। কিন্তু বড়সড় চোটের জন্য বিরাট ম্যাচ খেলতে পারেননি এমন ঘটনা খুব কমই ঘটেছে। যার অন্যতম কারণ হল ফিটনেস। (ছবি:টুইটার)
ফিটনেস চূড়ান্ত বলে মাঠে এনার্জির পরিমাণও বেশি। বাইশ গজে স্ফূর্তি দেখানো বিরাট সারাদিনে কী খান? জানতে আগ্রহী সাধারণ মানুষ। (ছবি:টুইটার)
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি ফাঁস করেছেন তাঁর ডায়েট প্ল্যান। বেশ কয়েক বছর ধরে সম্পূর্ণ নিরামিষাশী তিনি। শাক, পাতা, সবজি, ফলমূল বেশি থাকে ডায়েটে। (ছবি:টুইটার)
বিরাট জানিয়েছেন, সাধারণত যে খাবার খেয়ে থাকেন তার ৯০ শতাংশই সেদ্ধ বা স্টিমড। (ছবি:টুইটার)
বিরাটের খাবারে মশলার কোনও স্থান নেই। এককালে চেটেপুটে ছোলে কুলচে সাঁটিয়ে দেওয়া বিরাট মশলা বলতে শুধু বোঝেন নুন, গোলমরিচ এবং লেবুর রস। (ছবি:টুইটার)
সেদ্ধ খাবারে এই কয়েকটি উপাদান মিশিয়ে খেয়ে নিতে পারেন অনায়াসে। বিরাট জানিয়েছেন, খাবারের স্বাদ নিয়ে তাঁর নাক উঁচু ভাব নেই। (ছবি:টুইটার)
মশলাদার কারি তাঁর পাতে পড়ে না। তবে ডাল খান। পঞ্জাবি রাজমা, লোভিয়ার লোভ সামলাতে পারেন না। (ছবি:টুইটার)
কড়া ডায়েট এবং কঠোর পরিশ্রম। বিরাট কোহলির মতো ফিটনেস পেতে সাধনার প্রয়োজন। (ছবি:টুইটার)