T20 World Cup 2024: ভিডিয়ো: স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিত ‘বাণী’, বাংলাদেশ ম্যাচে বিরাট মনে করালেন গলি ক্রিকেট

Jun 24, 2024 | 12:16 PM

Watch Video: আইসিসির ইন্সটাগ্রামে রোহিত শর্মা ও বিরাট কোহলির সেই সকল কাণ্ড কারখানার ঘটনা একসঙ্গে মিলিয়ে একটি ভিডিয়ো আকারে পোস্ট করা হয়েছে। যা থেকেই বোঝা যায় আইসিসির অ্যাডমিনও জানেন নেটিজ়েনদের আগ্রহের জায়গা ঠিক কোথায়।

T20 World Cup 2024: ভিডিয়ো: স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিত বাণী, বাংলাদেশ ম্যাচে বিরাট মনে করালেন গলি ক্রিকেট
T20 World Cup 2024: ভিডিয়ো: স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিত 'বাণী', বাংলাদেশ ম্যাচে বিরাট মনে করালেন গলি ক্রিকেট
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) মাঠে নামলে বিনোদনের অভাব হয় না। এই তালিকায় পিছিয়ে নেই রোহিত শর্মাও। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে সুপার এইটের ম্যাচ ছিল ভারতের। যে ম্যাচ জিতেছে রোহিত ব্রিগেড। ওই ম্যাচে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে আলোচনা চলছে। আরও ভালো করে বলা যায়, ভারত-বাংলাদেশ (IND vs BAN) ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মার করা বেশ কয়েকটি কাণ্ডর ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। তাতে রয়েছে স্টাম্প মাইকে ধরা পড়া রোহিতের ধমক থেকে শুরু করে বিরাটের নাচও।

আইসিসির ইন্সটাগ্রামে রোহিত-বিরাটের সেই সকল কাণ্ড কারখানার ঘটনা একসঙ্গে মিলিয়ে একটি ভিডিয়ো আকারে পোস্ট করা হয়েছে। যা থেকেই বোঝা যায় আইসিসির অ্যাডমিনও জানেন নেটিজ়েনদের আগ্রহের জায়গা ঠিক কোথায়। ওই ভিডিয়োর ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘ভাই-ভাই।’ এবং ভিডিয়োর মাঝে টেক্সট লেখার জায়গায় রয়েছে, ‘কেউ তো এদের রো-কো।’

এ বার আসা যাক ভারতের ‘রো-কো’ জুটির ওই ভাইরাল ভিডিয়োর ঘটনায়—

  • ভিডিয়োর প্রথমেই দেখা যায় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর সঙ্গে হাসতে হাসতে কথা বলছেন বিরাট কোহলি। তাঁরা একসঙ্গে হেঁটে মাঠে একটু এগিয়ে যান। এই রিচার্ডকে বলা হয় ভারতের জন্য অপয়া আম্পায়ার। কারণ, তিনি মাঠে থাকাকালীন ভারত একাধিক আইসিসি টুর্নামেন্টের নক আউটের ম্যাচ হেরেছে।
  • এরপর দেখা যায়, রোহিত শর্মা হঠাৎ করেই বলছেন, ‘ক্যায়া খেলনে দে না ইয়ার। অভি অভি আয়া হ্যায়, আদা মারনে দে না। এক আউট হুয়া হ্যায়, আদা মারনে দে।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আরে ওদের খেলতে দে। এই তো এল, কায়দা করতে দে। একজন তো আউট হয়েছে, একটু কায়দা করে নিক। রোহিতের এই পুরো কথাই ধরা পড়েছে স্টাম্প মাইকে।
  • তারপর দেখা যায় অ্যান্টিগায় গানের তালে তালে বিরাট কোহলি নাচ করতে থাকেন। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর নাচ করার কয়েকটি মুহূর্ত জুড়ে দেওয়া হয়।
  • এরপর দেখা যায় গলি ক্রিকেটের মতো এক মুহূর্ত। পাড়ার ক্রিকেটে বল কোথাও চলে গেলে অনেক চেষ্টা করে সেই বল উদ্ধার করা হয়। অনেক সময় ড্রেনে বল পড়ে গেলেও ক্রিকেটাররা ঝাঁপিয়ে পড়ে সেই বল তুলে আনে। বাংলাদেশের বিরুদ্ধেও বিরাট কোহলিকে তেমনই এক গলি ক্রিকেটের মতো কাণ্ড করতে দেখা গিয়েছে। তিনি বল তুলে নিচ্ছিলেন এক পোডিয়ামের নীচ থেকে। যার জন্য বিরাটকে তাঁর পুরো শরীর ঢুকিয়ে দিতে হয় ওই পোডিয়ামের নীচে।
  • বিরাট-রোহিতদের কাণ্ডকারখানা এখানেই শেষ নয়। ভিডিয়োর শেষে দেখা যায়, হি হি করে হাসছেন বিরাট কোহলি। তা থেকেই পরিষ্কার যে, বিরাট-রোহিতরা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দারুণ উপভোগ করেছেন।

এক ঝলকে দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো—

Next Article