Virat Kohli & Anushka Sharma: অনুষ্কাই শিখিয়েছে… স্ত্রীকে নিয়ে কেন উচ্ছ্বসিত বিরাট কোহলি?
ICC ODI World Cup: ওয়ান ডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরলে এই প্রথম কোনও ইনিংসে বিরাট কোহলির ব্যাটে রান দেখা যায়নি। বিরল ঘটনার পরও ভারতের সেরা ক্রিকেটার যে আলোচনায় থাকবেন, তাতে আর আশ্চর্য কী। ওয়াংখেড়েতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। এই ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে রোহিত শর্মার টিম। ১২ বছর আগে এই ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির টিম। সেই সময় থেকেই বিরাট হয়ে ওঠা তাঁর। ১২ বছর পরও বিশ্বকাপ জেতার সেরা বাজি তিনিই। বাইশ গজে বিরাট নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছেন কী ভাবে?
কলকাতা: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৩৫৪ রান করেছেন ৬ ম্য়াচে। ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচে অবশ্য শূন্য রানে ফিরতে হয়েছে বিরাটকে। ওয়ান ডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরলে এই প্রথম কোনও ইনিংসে বিরাট কোহলির ব্যাটে রান দেখা যায়নি। বিরল ঘটনার পরও ভারতের সেরা ক্রিকেটার যে আলোচনায় থাকবেন, তাতে আর আশ্চর্য কী। ওয়াংখেড়েতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। এই ম্যাচ জিতলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে রোহিত শর্মার টিম। ১২ বছর আগে এই ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির টিম। সেই সময় থেকেই বিরাট হয়ে ওঠা তাঁর। ১২ বছর পরও বিশ্বকাপ জেতার সেরা বাজি তিনিই। বাইশ গজে বিরাট নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছেন কী ভাবে? মাঠে সাফল্য পাওয়ার নৈপথ্যে কঠিন পরিশ্রম যেমন রয়েছে, তেমনই রয়েছে পরিবারের অবদান। আরও ভালো করে বললে স্ত্রী অনুষ্কা শর্মা মানসিক ভাবে বরাবর পাশে থেকেছেন তাঁর। অনুষ্কার কাছ থেকে কী শিখেছেন বিরাট? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।
ভারতের ক্যাপ্টেন হিসেবে শেষ দিকে চরম বিতর্কে পড়েছিলেন বিরাট। সে সব সামলাতে পেরেছিলেন অনুষ্কার জন্যই। স্ত্রীকে নিয়ে বিরাট বলছেন, ‘যখন কেউ পাশে নেই, বিশ্বাস পর্যন্ত করছে না, তোমার কথাও শুনছে না, তখনও সত্যির পাশে কী ভাবে দাঁড়াতে হয়, শিখিয়েছে অনুষ্কা। ও সব সময় বলে, যদি সত্যের পথে থাকি, তা হলে কোনও কিছু নিয়েই চিন্তা করতে হবে না। জটিল, কঠিন পথ নিজেই ঠিক হয়ে যাবে।’
সঠিক জীবন সঙ্গী নির্বাচন কারও কারও জীবনটাই পাল্টে দেয়। বিরাটের ক্ষেত্রে তাই হয়েছে। এক-একটা পর্যায়ের মধ্যে বিরাটও চিনেছেন, জেনেছেন, বুঝেছেন অনুষ্কাকে। যত ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছেন, তত অনুষ্কা ছাপ ফেলেছেন তাঁর জীবনে। বিরাট বলছেনও, ‘যখন জীবন সঙ্গী মা হয়, তখন তার মধ্যে মায়ের মনের জোর অনুভব করা যায়। একা হাতে বাচ্চা সামলানো থেকে শুরু করে সব কিছু করেছে। এমনকি, ওই সময় সিনেমাও করেছে।’