IND vs SA Final: অক্ষর ভুলের প্রায়শ্চিত্ত হল না! বিরাট কোহলির সেই ঘটনা মনে পড়ে?

Jun 29, 2024 | 10:52 PM

ICC MEN’S T20 WC 2024: প্রথমে ফেরা যাক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথমে ব্য়াট করে ভারতকে ১৬০ রানের টার্গেট দেয় পাকিস্তান। বড় মাঠ, পাকিস্তানের অনবদ্য পেস আক্রমণ, টার্গেটটা ছোট নয়। শুরুতেই টের পেয়েছিল ভারত। লোকেশ রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব মাত্র ২৬ রানের মধ্যেই। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়েছিল অক্ষর প্যাটেলকে।

IND vs SA Final: অক্ষর ভুলের প্রায়শ্চিত্ত হল না! বিরাট কোহলির সেই ঘটনা মনে পড়ে?
Image Credit source: PTI

Follow Us

সেই আক্ষেপটা আজও মেটেনি বিরাট কোহলির। তবে ম্যাচ জেতায় আক্ষেপটা চাপা পড়ে গিয়েছিল। এ বার কী হবে? এই ভাবনা আসতে বাধ্য। ম্যাচ জিতলে অবশ্যই ভাবনাটা মিলিয়ে যাবে। তবে মন্দ-ভালোয় স্মৃতি হিসেবে থেকে যাবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা মহাকাব্যিক ম্যাচ দেখেছিল ক্রিকেট বিশ্ব। মেলবোর্নে প্রায় এক লক্ষ দর্শক। বাইশগজে ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা থাকবে এ আর নতুন কী! সেই ম্যাচের উন্মাদনা আরও বেশি ছিল। তার অন্যতম কারণ, বড় মাঠ। পেস বাউন্সি পিচ। আর তাতেই চাপের পরিস্থিতি। তারই আতঙ্ক বার্বাডোজেও!

প্রথমে ফেরা যাক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথমে ব্যাট করে ভারতকে ১৬০ রানের টার্গেট দেয় পাকিস্তান। বড় মাঠ, পাকিস্তানের অনবদ্য পেস আক্রমণ, টার্গেটটা ছোট নয়। শুরুতেই টের পেয়েছিল ভারত। লোকেশ রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব মাত্র ২৬ রানের মধ্যেই। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয়েছিল অক্ষর প্যাটেলকে। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট অক্ষর প্যাটেলও। সেখান থেকে হার্দিকের সঙ্গে পার্টনারশিপ, বিরাট ইনিংসে ভর করে জিতেছিল ভারত।

বিশ্বকাপ ফাইনালের আগে ফর্ম খুঁজে বেড়াচ্ছিলেন। দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা, পন্থ, স্কাইরা। ফাইনালে হল উল্টো। রোহিত এবং পন্থ ফিরলেন একই ওভারে। অল্প সময়ের ব্যবধানে সূর্যও। অক্ষর ক্রিজে আসতেই ফিরল সেই রান আউট আতঙ্কও। সে যাত্রায় রক্ষা পায় ভারত। শেষ অবধি ৫৪ বলে ৭২ রানের জুটি গড়েন বিরাট ও অক্ষর। কিন্তু রান আতঙ্ক কাটেনি। ইনিংসের ১৪তম ওভারে রান আউট হয়েই ফিরলেন অক্ষর প্যাটেল। একটি ওভার থ্রোয়ে রানের জন্য দৌড়েছিলেন। অক্ষরেরই কল ছিল। বিরাট যতক্ষণে মানা করেন, অক্ষর অনেকটা চলে গিয়েছেন। ডিরেক্ট থ্রোয়ে নন স্ট্রাইকারে উইকেট ভেঙে দেন কুইন্টন ডি’কক। ৪৭ রানে ফেরেন অক্ষর।

বিরাট কোহলির ৭৬ রানে শেষ অবধি দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দেয় ভারত। অক্ষরের সঙ্গে রান আউটের সেই প্রায়শ্চিত্ত যেন পুরোপুরি হল না। এখানে দোষ কাউকেই দেওয়া যায় না। অক্ষরের হাফসেঞ্চুরি পূর্ণ হলে, আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে, স্কোরটা বাড়ত সন্দেহ নেই।

Next Article