কলকাতা: অতিরিক্ত প্রত্যাশাই কি ডোবাল শিবম দুবেকে (Shivam Dube)? এ প্রশ্ন উঠতেই পারে। ভারতের বিশ্বকাপ (T20 World Cup 2024) সফর শেষের পথে। প্রোটিয়াদের বিরুদ্ধে ফাইনালে প্রথমে ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। তুলেছে টি-২০ বিশ্বকাপের ইতিহাসের সর্বাধিক রান (৭ উইকেটে ১৭৬)। তাতে শিবম দুবের অবদান? ১৬ বলে ২৭। শিবম দুবে হবেন বিশ্বকাপে ভারতের সফল ফিনিশার। এ কথা ভেবে তাঁকে টিমে নেওয়া হয়েছিল। তিনি কি টিম ম্যানেজমেন্টের ভরসার মান রাখতে পারলেন? এমনি এমনি নয়, তাঁর পারফরম্যান্সই এর উত্তর দিচ্ছে। বিশ্বকাপে শিবম দুবের সফল ফিনিশার হয়ে ওঠা হল না।
বিশ্বকাপ ফাইনালে শিবম দুবে ক্যামিও ইনিংস খেলেছেন। কিন্তু তাঁর উচিত ছিল ম্যাচ ফিনিশ করে আসা। ছয়ে নেমেছিলেন শিবম। বিরাট কোহলির সঙ্গে পঞ্চম উইকেটে ৩৩ বলে ৫৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে যদি ২০-৩০ রানের পার্টনারশিপও গড়তে পারতেন, তা হলে ভারতের স্কোরবোর্ডে আরও কিছু রান জুড়ে যেত। সেই সঙ্গে স্ট্রাইকরেট আর একটু ভালো হত।
শিবম দুবের জন্য এ বারের বিশ্বকাপের মূল টিমে সুযোগ পাননি রিঙ্কু সিং। যে কারণে বিশেষ করে শিবম রান না পেলেই রিঙ্কুর জন্য ভারতীয় ক্রিকেট প্রেমীরা বার বার হাহাকার করেছেন। আসলে রিঙ্কু নিজেকে এমন ভাবে সফল ফিনিশার প্রমাণ করেছেন, তাই সকলে তাঁকেই ওই ভূমিকায় দেখতে চাইছেন। যদি ফাইনালে ম্যাচ ফিনিশ করে আসতে পারতেন শিবম, তা হলে অনেকের অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যেত। কিন্তু সে গুড়ে বালি!
বিশ্বকাপের পর রয়েছে ভারতের জিম্বাবোয়ে সফর। সেখানে নীতীশ রেড্ডি চোট পাওয়ার ফলে শিবমকে পরে তাঁর পরিবর্ত হিসেবে ভারতের স্কোয়াডে যোগ করা হয়। ওই সিরিজে রোহিত, বিরাট, বুমরাদের মতো সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে রিঙ্কু মূল টিমে থাকার পরও সুযোগ পেলেন শিবম। পরবর্তীতে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে রিঙ্কু বা শিবম একজনকেই টিমে নেওয়া হতে পারে। বিশ্বকাপে শিবম সফল না হওয়ায়, আপাতত আসন্ন জিম্বাবোয়ে সফরে রিঙ্কুর পাল্লাই ভারি থাকবে।