AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli’s Birthday: বিরাটের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল

আজ ভিকের জন্মদিনে বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিরাটকে।

Virat Kohli's Birthday: বিরাটের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল
Virat Kohli's Birthday: বিরাটের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢল
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 4:45 PM
Share

নয়াদিল্লি: ৩৩ এ পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় জার্সি গায়ে চাপানোর পর থেকে একের পর রেকর্ড গড়ে গিয়েছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার ১৫৯ রানের মালিক ভিকে। ভারতীয় অধিনায়ক হিসেবে সবথেকে বেশি টেস্টে জয় আছে কোহলির নামের পাশেই। বর্তমানে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে বিশ্বকাপের পরই তিনি ভারতের টি-২০ ক্যাপ্টন্সি থেকে সরে দাঁড়াবেন। সেই ঘোষণা আগেই করে দিয়েছেন। সব কিছুর মধ্যে আজ তাঁর জন্মদিনে বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিরাটকে।

বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও ইন্সটাগ্রামে বিরাটের সঙ্গে একটি ছবি দিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন। বলিউড অভিনেত্রী অনুষ্কা বিরাটের জন্মদিনের পোস্টের ক্যাপশনে লেখেন, “এই ছবিটার জন্য ফিল্টারের দরকার নেই, ঠিক যেমন তোমার জীবনযাপনের ধরনে কোনও ফিল্টারের প্রয়োজন নেই। তুমি অন্তর থেকে সৎ এবং ইস্পাতের মতো সাহস। এমন সাহস যা সন্দেহকে এক নিমেষে ফিকে করে দেয়। তোমার মতো অন্ধকার থেকে নিজেকে টেনে বের করতে পারে এমন আর কাউকে আমি চিনি না। তুমি নির্ভীক, সেই কারণেই সবদিক থেকে তুমি উন্নতি করো প্রতিদিন। কারণ কোনও জিনিসটা চিরস্থায়ী এটা তুমি বিশ্বাস করো না। আমি জানি আমরা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের সঙ্গে কথা বলার লোক নই, কিন্তু কখনও কখনও আমার ইচ্ছে করে চিৎকার করে গোটা পৃথিবীকে বলি যে তুমি কতটা দুর্দান্ত একজন মানুষ। তাঁরা সৌভাগ্যবান যাঁর তোমাকে কাছ থেকে চেনে। ধন্যবাদ আমার প্রতিটা দিনকে আরও উজ্জ্বল, আরও সুন্দর করে তোলার জন্য। আর হ্যাঁ, শুভ জন্মদিন কিউটনেস!!”

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর টুইটারে বিরাটের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লেখেন, “অনেক অনেক শুভেচ্ছা বিরাট কোহলি। তোমার সাফল্য, সুখ এবং সুস্বাস্থ্যে ভরা একটি দুর্দান্ত বছর কামনা করছি।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ বিরাটের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘কঠিন সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। কঠিন মানুষরা স্থায়ী হয়। প্রজন্মের একজন প্লেয়ার। বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা। আগামী বছরটা ভালো কাটুক।’

ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন বিরাট কোহলি। আগামী বছরগুলোর জন্য তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করছি!’

জাতীয় দল ও আইপিএল দল আরসিবির সতীর্থ মহম্মদ সিরাজ বিরাটের সঙ্গে এক ভিডিও পোস্ট করে টুইটারে লেখেন, ‘তোমার মত দাদা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। আমার জীবনে এসে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি তুমি যা চাও তাই যেন পাও। শুভ জন্মদিন রাজা বিরাট কোহলি।’

ইডেন গার্ডেন্সে গোলাপি বল টেস্টে বিরাটের সেঞ্চুরির ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে বিসিসিআই (BCCI)-এর তরফে শুভেচ্ছা বার্তায় লেখা হয়, ‘২৩ হাজার ১৫৯ আন্তর্জাতিক রান। ভারতীয় অধিনায়ক হিসেবে সবথেকে বেশি টেস্টে জয়। ২০১১ ও ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফি জয়ী। ভারতীয় দলের অধিনায়ক ও আধুনিক সময়ের ব্যাটার বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা।’

ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না লেখেন, “শুভ জন্মদিন অধিনায়ক বিরাট কোহলি। তোমার সমস্ত সাফল্য কামনা করি এবং ভালোবাসা নাও। ক্রিকেটে তোমার খেলা দিয়ে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকুন এবং আপনার দেশকে আরও গর্বিত করো!”

ভারতীয় ক্রিকেটার উমেশ যাদব শুভেচ্ছাবার্তায় লেখেন, “শুভ জন্মদিন বিরাট। আজকের ম্যাচের জন্য শুভকামনা।”