কলকাতা: কিং কোহলি এখন কলকাতায়। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির (RCB)। ম্যাচের দিন তিনেক আগেই তিলোত্তমায় চলে এসেছে আরসিবি টিম। মঙ্গলবার ছিল ইডেন গার্ডেন্সে আরসিবির ঐচ্ছিক অনুশীলন। ফ্যান থেকে সংবাদ মাধ্যম তাঁর এক ঝলকের জন্য হা পিত্যেশ করে বসে থাকলেও ইডেনমুখো হলেন না কোহলি (Virat Kohli)। প্র্যাকটিসে দেখা যায়নি ফাফ ডুপ্লেসি, মহম্মদ সিরাজদেরও। আইপিএল (IPL 2023) খেলতে প্রাণের শহরে এসে কোথায় গেলেন বিরাট? অনুরাগীদের মনে উঁকি দেওয়া এই প্রশ্নের জবাব মিলেছে মঙ্গলবার একটু রাতের দিকে। কলকাতায় এসেই নিজের প্রিয় জায়গায় ছুটে গিয়েছিলেন কোহলি। একা যাননি, সঙ্গী হয়েছিলেন মহম্মদ সিরাজ, আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল ও অন্যান্যরা। অনুশীলনে ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলেন কোহলি? তুলে ধরল TV9 Bangla।
সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। অনুশীলনও শুরু করে দিয়েছে আরসিবি। বৃহস্পতিবারের ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে মঙ্গলবার ছিল আরসিবির ঐচ্ছিক অনুশীলন। তাই প্র্যাকটিস এড়িয়ে গেলেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিরা। মঙ্গল সন্ধ্যায় কোহলি তাঁর আরসিবির সতীর্থদের নিয়ে পৌঁছে যান কলকাতায় নিজের রেস্তরাঁয়। বিরাট কোহলির ফুড চেইনের যে গুটি কয়েক রেস্তরাঁ রয়েছে তার মধ্যে একটি কলকাতায়। পার্ক স্ট্রিট এলাকার ঝাঁ চকচকে সেই রেস্তরাঁতেই মঙ্গলবার সন্ধ্যায় ঢুঁ মারলেন তার বিখ্যাত মালিক। সঙ্গী মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ডুপ্লেসি ও অন্যান্যরা। রেস্তারাঁর ভেতরে দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলেছেন বিরাটরা। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করেছেন কোহলি।
Virat Kohli & @RCBTweets Boys Enjoyed Great Food & Good Times At #one8commune Kolkata! ?@imVkohli • #IPL2023 • #ViratGang pic.twitter.com/AO1gB6Q0Mj
— ViratGang (@ViratGang) April 4, 2023
ঘরের মাঠে প্রথম ম্যাচে অনবদ্য জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। কিন্তু সেই ম্য়াচে সমস্য়াও বেড়েছে। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন রিস টপলি। এই বাঁ হাতি পেসারকে কেকেআরের বিরুদ্ধে না পাওয়ার সম্ভাবনা বেশি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের চোট সমস্যা এখানেই শেষ নয়। দলের বিধ্বংসী ব্যাটার রজত পাতিদার পুরো মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। মঙ্গলবারই ঘোষণা করেছে আরসিবি। রিস টপলিকেও সম্ভবত বৃহস্পতিবার ইডেনে মাঠে নামতে দেখা যাবে না।