Virat Kohli: দেখা যাবে না বিরাট ম্যাজিক, চোটে ছিটকে গেলেন কিং কোহলি
India vs England 1st ODI, Nagpur: নাগপুরে ভারত-ইংল্যান্ড প্রথম ওডিআই ম্যাচের আগে জমিয়ে প্র্যাক্টিস করেছেন বিরাট কোহলি। নেটে দীর্ঘক্ষণ তাঁকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছিল। সেই সময় তাঁকে ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছিল।

কলকাতা: লক্ষ্মীবারে সকাল থেকে নাগপুরে ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য ভিড় জমতে শুরু করেছিল। ভারতীয় ক্রিকেট প্রেমীদের হাতে দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার ছবি দিয়ে একাধিক পোস্টার। দূর-দূরান্ত থেকে মেন ইন ব্লুর জন্য গলা ফাটাতে এসেছেন অনেকে। অবশ্য বিরাট কোহলির (Virat Kohli) অনুরাগীদের জন্য খারাপ খবর। টস করতে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, বিরাট কোহলিকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না।
টসের সময় রোহিত বলেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চাইছিলাম। তবে এতে খুব পার্থক্য হবে না। শুরুতেই বোলিংয়ে আগ্রাসী হতে হবে। তারপর আরও ভালো করতে হবে। কয়েকটা দিন প্রস্তুতির সুযোগ পেয়েছি। এ বার ভালো পারফর্ম করার দারুণ সুযোগ হাতের সামনে। হর্ষিত রানা ও যশস্বী জয়সওয়ালের অভিষেক হচ্ছে। আর দুর্ভাগ্যবশত বিরাট কোহলি এই ম্যাচ খেলবে না। গত রাতে ওর হাঁটুতে সমস্যা হয়েছে।’
𝗨𝗽𝗱𝗮𝘁𝗲:
Virat Kohli was unavailable for selection for the 1st ODI due to a sore right knee.
Follow The Match ▶️ https://t.co/lWBc7oPRcd#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank https://t.co/mqYkjZXy1O
— BCCI (@BCCI) February 6, 2025
নাগপুরে টসের আগে যে সময় দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সেই সময় বিরাট কোহলিকে দেখা যায় পায়ে নি-ক্যাপ পরে হালকা ওয়ার্ম আপ করেন। এই ওডিআই সিরিজের আগে বিরাট রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে রেলওয়েজের বিরুদ্ধে খেলেছিলেন। তার আগের পর্বর ম্যাচে তিনি ঘাড়ের চোটের কারণে খেলেননি। যে কোহলি এতটা ফিট, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার বারবার হঠাৎ করে চোট চিন্তা বাড়াচ্ছে ভারতীয় টিমের অন্দরে।
Virat Kohli in ODI’s.🐐 pic.twitter.com/uSKXmLxbMh
— 𝗶𝘀𝗵𝗶.🏴 (@ishi_178) February 6, 2025
একদিকে নাগপুর ম্যাচে বিরাট কোহলি যেমন খেলছেন না, তেমনই ভারতের জার্সিতে জোড়া ডেবিউ হয়েছে। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে খেলবেন। হর্ষিতকে সিনিয়র তারকা পেসার বুমরার জায়গায় রেডি করা হচ্ছে। বুমরা ফিট না হলে, আর হর্ষিত এখানে ভালো পারফর্ম করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি মূল টিমে জায়গা পেতে পারেন।





