Virat Kohli: নেতা বিরাটেই আস্থা বোর্ডের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 13, 2021 | 8:20 PM

বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল (Arun Dhumal) বলেন, 'এই খবর ভিত্তিহীন। এ রকম কিছুই হচ্ছে না। বোর্ডের (BCCI) তরফ থেকে এ রকম কোনও খবর দেওয়া হয়নি। স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ডের কোনও ভাবনাই নেই।' ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্ট জয়ের পরও খবর ছড়াতে থাকে যে, শুধুমাত্র টেস্টে ক্যাপ্টেন্সি করবেন কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে যেহেতু বিরাটের সাফল্য নেই, তাই রোহিতকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে।

Virat Kohli: নেতা বিরাটেই আস্থা বোর্ডের
নেতা বিরাটেই আস্থা বোর্ডের। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: বিরাট কোহলিই (Virat Kohli) অধিনায়ক থাকছেন। সকালের গুজব উড়িয়ে কোহলিতেই আস্থা রাখার কথা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ সকালেই খবর ছড়িয়ে পড়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারে আর অধিনায়কত্ব করবেন না কোহলি। বিরাটের বদলে একদিনের ম্যাচ আর টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করবেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিকেল গড়াতেই সমস্ত জল্পনা উড়িয়ে দিল বিসিসিআই (BCCI)।
বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল (Arun Dhumal) বলেন, ‘এই খবর ভিত্তিহীন। এ রকম কিছুই হচ্ছে না। বোর্ডের (BCCI) তরফ থেকে এ রকম কোনও খবর দেওয়া হয়নি। স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ডের কোনও ভাবনাই নেই।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্ট জয়ের পরও খবর ছড়াতে থাকে যে, শুধুমাত্র টেস্টে ক্যাপ্টেন্সি করবেন কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে যেহেতু বিরাটের সাফল্য নেই, তাই রোহিতকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে।
সূত্রের খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর কোহলিকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন বোর্ডের একাংশ। ইংল্যান্ড সফরে নাকি তা নিয়ে আলোচনাও হয়। তাই বিরাটের ডানা ছেটে দেওয়া হতে পারে, এমন জল্পনা আরও জোরালো হতে থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলির ক্যাপ্টেন্সিতে কোপ পড়ছে, এই খবরে চাঞ্চল্য ছড়ায় আজ সকালে।
বিশ্বকাপের দল গঠনে রোহিত শর্মা (Rohit Sharma) অনেকটা ভূমিকা নিয়েছেন। তাই গুজব ছড়ায় রোহিতই হয়তো নেতৃত্বের ভার নেবেন। অশ্বিনকে টি-টোয়েন্টি দলে রাখতে কার্যত জোর খাটান হিটম্যান।
ইংল্যান্ড সফরে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হয়তো কোচিং ছাড়তে পারেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ঘনিষ্ঠমহলে নিজেই নাকি এমনটা জানিয়েছেন। বোর্ডের একাংশের ধারণা, ভবিষ্যতের কথা ভেবে টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর করা হয়েছে। এর পিছনে নাকি অনেক সুদূরপ্রসারী চিন্তা ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন: India Vs England 2021: পঞ্চম টেস্টের বদলে পঞ্চম টেস্টই চান সৌরভ

Next Article