Virat Kohli: IPL থেকে আরসিবির বিদায়ের পর বিরাট কোহলির মন কেমন? ভক্তদের বললেন…

May 25, 2024 | 3:29 PM

RCB, IPL 2024: ১৭ বছর ধরে আরিসিবি শিবিরে আইপিএল ট্রফির খরা চলছেই। এ বারও সেই অধরা মাধুরী লাভ করতে পারেনি বিরাট কোহলির (Virat Kohli) টিম। আরসিবি  (RCB) টিমে সময় যত গিয়েছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু অপরিবর্তিত রয়ে গিয়েছেন বিরাট কোহলি।

Virat Kohli: IPL থেকে আরসিবির বিদায়ের পর বিরাট কোহলির মন কেমন? ভক্তদের বললেন...
Virat Kohli: IPL থেকে আরসিবির বিদায়ের পর বিরাট কোহলির মন কেমন? ভক্তদের বললেন...
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: আরসিবি এমন এক আইপিএল (IPL) টিম, যাঁদের সমর্থকরা ভালোবাসায় ভরিয়ে দেয় দলকে। পাল্টা ভালোবাসা উজাড় করে দিতে পারে কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? উত্তরে অনেকেই না বলবেন। কারণ, ১৭ বছর ধরে আরিসিবি শিবিরে আইপিএল ট্রফির খরা চলছেই। এ বারও সেই অধরা মাধুরী লাভ করতে পারেনি বিরাট কোহলির (Virat Kohli) টিম। আরসিবি  (RCB) টিমে সময় যত গিয়েছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু অপরিবর্তিত রয়ে গিয়েছেন বিরাট কোহলি। এই টিমটার সঙ্গে তাঁর আলাদাই একাত্ম তৈরি হয়েছে। এ বারও তিনি দলকে ফাইনালে তুলতে পারেননি। মন কেমন রয়েছে বিরাট কোহলির?

যে টিমটার জন্য প্রাণ পাত করেছেন বিরাট কোহলি, তারা যখন প্লে অফে ব্যর্থ হল তখন তাঁর মন খারাপ হওয়া স্বাভাবিক। বিরাটের ব্যাটে ১৭তম আইপিএলে রানের বন্যা বয়েছে। কিন্তু দলকে ফাইনালের মঞ্চে তুলতে পারেননি। ২২ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে যান বিরাট কোহলি, দীনেশ কার্তিকরা। তারপরই টুর্নামেন্ট থেকে আরসিবির বিদায় হয়। এ বার নিজের ইন্সটাগ্রামে বিরাট কোহলি লিখেছেন, ‘আরসিবি-র সমস্ত ভক্তদের আবারও ধন্যবাদ। বরাবরের মতো আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। প্রশংসা করার জন্য। পাশে থাকার জন্য।’


আরসিবির অনুরাগীদের ভালোবাসা ছাড়া আর কিছু এ বছরও দিতে পারলেন না বিরাট কোহলি। যার ফলে স্বাভাবিকভাবেই তাঁর মন ভারাক্রান্ত রয়েছে। আগামিকাল আইপিএল ফাইনাল। সেখানে মুখোমুখি হবে কেকেআর ও হায়দরাবাদ। আইপিএল শেষ হলে ক্রিকেট প্রেমীরা নজর রাখবেন টি-২০ বিশ্বকাপে। এ বার সেখানে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে।

Next Article