Virender Shehwag : বিনা খরচে পড়বে নিহতদের সন্তানরা, কোথায় রয়েছে সেওয়াগের মালিকানাধীন স্কুল?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 05, 2023 | 8:11 AM

Coromandel Train Accident: ট্রেন দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, ইচ্ছে থাকলে তাঁদের ছেলেমেয়েরা বিনা খরচে পড়তে পারবে সেওয়াগের মালিকানাধীন স্কুলে।

Virender Shehwag : বিনা খরচে পড়বে নিহতদের সন্তানরা, কোথায় রয়েছে সেওয়াগের মালিকানাধীন স্কুল?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: মানবিক উদ্যোগ। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের সন্তানদের পড়াশোনার ভার তুলে নিয়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। নজরফগড়ের নবাব বলেছেন, আমি অন্তত এটুকু করতে পারি। ট্রেন দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, ইচ্ছে থাকলে তাঁদের ছেলেমেয়েরা বিনা খরচে পড়তে পারবে সেওয়াগের মালিকানাধীন স্কুলে। রবিবার রাতে, অর্থাৎ ট্রেন দুর্ঘটনার  (Coromandel Train Accident) ৪৮ ঘণ্টা পর টুইট করে তাঁর এই উদ্যোগের কথা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর টুইটের পর চারিদিকে ধন্য ধন্য পড়ে গিয়েছে। সেওয়াগের টুইটের পর তাঁর স্কুল নিয়ে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। কোথায় রয়েছে তাঁর মালিকানাধীন স্কুল? বিস্তারিত রইল Tv9 Bangla Sports–র এই প্রতিবেদনে।

ওড়িশার দুর্ঘটনার পর টুইট করে বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা সমবেদনা জানিয়েছেন। তবে এই প্রথম কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেল। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৫ জন মানুষ। তাঁদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র উপার্জনকারী। প্রিয়জনের মৃত্যুর শোক তো রয়েছেই, সেইসব পরিবারগুলি আগামী ভবিষ্যতের কথা ভেবে চিন্তায় দিন কাটাচ্ছে। তাদেরই পাশে দাঁড়ানোর প্রচেষ্টা বীরেন্দ্র সেওয়াগের। দুর্ঘটনায় অভিভাবকহীন ছেলেমেয়েদের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার প্রচেষ্টা। তাদের স্কুল-শিক্ষার সমস্ত দায়িত্ব নেওয়ার উদ্যোগ নিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ।

হরিয়ানার ঝাঁঝরে অবস্থিত সেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল। বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে এখানে। এক একটি রুমে চারজন করে থাকার ব্যবস্থা। যেখানে সন্তানদের পড়াশোনা করাতে বাবা-মায়েদের মোটা টাকা ব্যয় করতে হয়। পড়াশোনা ছাড়া খেলাধুলোর দিকে বিশেষ নজর দেওয়া হয়। ইন্ডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে। ঝাঁঝরের শিলানি কেশো গ্রামের ওই স্কুলেই রয়েছে আন্তর্জাতিক মানের ক্রিকেট অ্যাকাডেমি। ক্রিকেট ছাড়া অন্যান্য স্পোর্টসের ব্যবস্থা রয়েছে এখানে। যার নাম সেওয়াগ স্পোর্টস অ্যাকাডেমি।

Next Article