AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kohli vs Sehwag: বীরেন্দ্র সেওয়াগের ছেলে বনাম বিরাট কোহলির ভাইপো! শীঘ্রই মুখোমুখি টি-টোয়েন্টিতে

T20 Cricket News: সেওয়াগ এবং বিরাট দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ হিসেবেও খেলেছেন এই দুই কিংবদন্তি। এ বার নেক্সট জেনারেশনের পালা। একসঙ্গে কবে খেলবেন তা এখনও ঠিক নেই। তবে দ্রুতই প্রতিপক্ষ হিসেবে নামছেন।

Kohli vs Sehwag: বীরেন্দ্র সেওয়াগের ছেলে বনাম বিরাট কোহলির ভাইপো! শীঘ্রই মুখোমুখি টি-টোয়েন্টিতে
Image Credit: Yogen Shah/IT Group via Getty Images
| Updated on: Jul 23, 2025 | 4:56 PM
Share

বীরেন্দ্র সেওয়াগ কিংবা বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে এই নাম অপরিচিত নয়। এই দুই ক্রিকেটারকে নিয়ে নানা স্মরণীয় মুহূর্ত রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। একসঙ্গে বিশ্বকাপ জিতেছেন। ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে এই জুটির তাণ্ডব ভারতের টোন সেট করে দিয়েছিল। দু-জনেই সেঞ্চুরি করেছিলেন সেই ম্যাচে। সেওয়াগ এবং বিরাট দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ হিসেবেও খেলেছেন এই দুই কিংবদন্তি। এ বার নেক্সট জেনারেশনের পালা। একসঙ্গে কবে খেলবেন তা এখনও ঠিক নেই। তবে দ্রুতই প্রতিপক্ষ হিসেবে নামছেন।

বীরেন্দ্র সেওয়াগ পুত্র আর্যবীর, তেমনই দিল্লি ক্রিকেটে আরও এক আর্যবীর রয়েছেন। তাঁর পদবী কোহলি। বিরাট কোহলির দাদা বিকাশের ছেলে। বিরাট কোহলির ভাইপো। টি-টোয়েন্টি ক্রিকেটে এ বার দেখা যাবে সেওয়াগ বনাম কোহলি ব্যাট বলের লড়াই। দিল্লি প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে অগস্টের শুরুতেই। আর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছেন কোহলি ও সেওয়াগ।

দিল্লি প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দ্বিতীয় সংস্করণের নিলামও হয়েছে। আর্যবীর কোহলি প্রতিভাবান লেগ স্পিনার। আর আর্যবীর সেওয়াগ বাবার মতোই বিধ্বংসী ব্যাটার। সাউথ দিল্লি সুপারস্টার্স ১ লক্ষ টাকায় নিয়েছে লেগ স্পিনার আর্যবীর কোহলিকে। অন্য দিকে, কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীরকে ৮ লক্ষ টাকায় নিয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস। দিল্লি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কোচবিহার ট্রফিতে ২৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন গত মরসুমে।

২ অগস্ট উদ্বোধনী ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আইপিএলের তারকা আয়ুষ বাদোনি, দিগ্বেশ রাঠিরাও রয়েছেন। তবে ঋষভ পন্থ দিল্লি প্রিমিয়ার লিগের স্কোয়াডে থাকলেও আদৌ খেলার সময় পাবেন কি না সন্দেহ রয়েছে।