AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Jersey: ওয়াংখেড়েতে চুরি কয়েক লাখের জার্সি, গ্রেফতার নিরাপত্তারক্ষী!

Indian Premier League: কেউ ঘরে সাজিয়েও রাখেন স্মৃতি হিসেবে। কিন্তু এই ইচ্ছেটাই যদি অন্যরকম ভাবে হয়, তা হলে মুশকিল। এমন অভিযোগে বা আরও পরিষ্কার করে বললে, জার্সি চুরির জন্যই গ্রেফতার করা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীকে।

IPL Jersey: ওয়াংখেড়েতে চুরি কয়েক লাখের জার্সি, গ্রেফতার নিরাপত্তারক্ষী!
Image Credit: Getty Images
| Updated on: Jul 30, 2025 | 8:45 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শেষ। প্লেয়াররা ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ভারতীয় দল টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে। এর মাঝে খবরে আইপিএল। কিন্তু নেতিবাচক দিক থেকেই। অনেকেই প্রিয় ক্রিকেটারদের জার্সি পছন্দ করেন। দোকান থেকে কেনেনও। কেউ বা জার্সি পরেন, আবার কেউ ঘরে সাজিয়েও রাখেন স্মৃতি হিসেবে। কিন্তু এই ইচ্ছেটাই যদি অন্যরকম ভাবে হয়, তা হলে মুশকিল। এমন অভিযোগে বা আরও পরিষ্কার করে বললে, জার্সি চুরির জন্যই গ্রেফতার করা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীকে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে চুরি হয়েছে এক বাক্স জার্সি। এর মধ্যে অন্তত ২৬১টি জার্সি। যাঁর দাম প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা। স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষী সেই এক বাক্স জার্সি গায়েব করেছেন বলে অভিযোগ। এই অভিযোগে ৪০ বছরের সেই নিরাপত্তরক্ষীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৬১টি জার্সি। প্রত্যেকটি জার্সির দাম প্রায় আড়াই হাজার টাকা। সব মিলিয়ে সেই বাক্সে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার জার্সি ছিল বলে সূত্রের খবর।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়। তারই স্টোর রুমে রাখা ছিল এই জার্সির বাক্স। অভিযুক্ত সেই নিরাপত্তারক্ষীর নাম ফারুখ আসলাম। অনলাইন জুয়ায় আসক্ত ফারুখ। সেখানেই তাঁর প্রচুর টাকা লোকসান হয়। গ্রেফতারের পর পুলিশকে ফারুখ জানিয়েছেন, অনলাইন জুয়ার টাকা জোগার করতেই জার্সিগুলো নিয়ে বিক্রি করেছেন।

সেই বাক্সে ভিন্ন দলের জার্সি ছিল। তবে সেগুলি প্লেয়ারদের জার্সি নাকি জনসাধারণের জন্য রাখা টিমের এমনই জার্সি, তা এখনও পরিষ্কার নয়। গ্রেফতার হওয়া নিরাপত্তারক্ষী আরও জানিয়েছেন, জার্সিগুলো হরিয়ানার এক অনলাইন জার্সি ডিলারকে বিক্রি করেছেন।