Knight Riders: বিরাটকে শূন্যতে আউট করা সৌরভের দাপট, মার্কিন মুলুকের লিগে হাল খারাপ নাইটদের

Jul 15, 2024 | 3:37 PM

MLC 2024: চলতি মেজর লিগ ক্রিকেটে ভালো জায়গায় নেই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করেছিলেন সুনীল নারিনরা। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, নাইট রাইডার্সের ঝুলিতে আর একটিও জয় আসেনি।

Knight Riders: বিরাটকে শূন্যতে আউট করা সৌরভের দাপট, মার্কিন মুলুকের লিগে হাল খারাপ নাইটদের
Knight Riders: বিরাটকে শূন্যতে আউট করা সৌরভের দাপট, মার্কিন মুলুকের লিগে হাল খারাপ নাইটদের

Follow Us

কলকাতা: মার্কিন মলুকের লিগে দাপট দেখাচ্ছেন সে দেশের তারকা সৌরভ নেত্রভালকর (Saurabh Netravalkar)। এ বছর হওয়া টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে শূন্যে আউট করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোলার সৌরভ। কাজ থেকে ছুটি নিয়ে টি-২০ বিশ্বকাপে খেলে তিনি শিরোনামে এসেছিলেন। সৌরভ ভারতীয় বংশোদ্ভূত। এ বার মেজর লিগ ক্রিকেটে অনবদ্য ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। ৪ ম্যাচে ১২টি উইকেট নিয়ে এখনও অবধি টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারী বোলার তিনি। সেই তিনি এ বার লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (Los Angeles Knight Riders) বিরুদ্ধে একাই নিলেন ৪ উইকেট।

চলতি মেজর লিগ ক্রিকেটে ভালো জায়গায় নেই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করেছিলেন সুনীল নারিনরা। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, নাইট রাইডার্সের ঝুলিতে আর একটিও জয় আসেনি। এখনও অবধি চলতি এমএলসিতে ৫টি ম্যাচ খেলে নাইটরা জিতেছেন ১টিতে। তাঁদের ৩টি হার ও ১ ম্যাচ অমীমাংসিত।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়াশিংটন ফ্রিডমের ক্যাপ্টেন স্টিভ স্মিথ। নির্ধারিত ২০ ওভার খেলতে পারেনি নাইটরা ১৮.৪ ওভারে ১২৯ রান তুলে অলআউট হয় সুনীল নারিনের টিম। পাওয়ার প্লে-র মধ্যে ৪টি উইকেট হারিয়ে ফেলে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তার মধ্যে ২টি উইকেট নেন সৌরভ। নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক রান করেন সইফ (৩৫)। ৩.৪ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন সৌরভ নেত্রভালকর। তাঁর পাশাপাশি ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। বাকি ২টি উইকেট লকি ফার্গুসন ও ১টি রাচিন রবীন্দ্রর।

১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশি ঝক্কি পোহাতে হয়নি ওয়াসিংটন ফ্রিডমকে। ২৪ বল বাকি থাকতেই ২ উইকেটে ১৩০ রান তোলে ওয়াশিংটন ফ্রিডম। ৩২ বলে ৫৪ রান করেন ট্রাভিস হেড। ক্যাপ্টেন স্মিথ ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরার পুরস্কার অবশ্য সৌরভ বা স্মিথ পাননি। তা পেয়েছেন অজি তারকা ম্যাক্সি।

Next Article