Ben Stokes: প্রয়োজনে আবার আগ্রাসী হব, বাবরদের হুমকি দিয়ে রাখছেন স্টোকস!

রাওয়ালপিণ্ডির পিচেই বেন স্টোকসের (Ben Stokes) নেতৃত্বে ইংল্যান্ড এক ঐতিহাসিক টেস্ট জিতেছে। ইংলিশ ক্রিকেটারদের সাহসী ক্রিকেট দেখে প্রশংসা করেছেন সবাই।

Ben Stokes: প্রয়োজনে আবার আগ্রাসী হব, বাবরদের হুমকি দিয়ে রাখছেন স্টোকস!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 3:30 PM

করাচি: পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড (Pakistan vs England) এক অবিশ্বাস্য পারফর্ম করেছে। পাকিস্তানের এই পিচের অনেকেই সমালোচনা করছিলেন। এই পিচে বল সিম, সুইং কিংবা স্পিন কিছুই দেখা যায়নি। এই পিচ নিয়ে বিতর্কও উঠেছিল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা তীব্র সমালোচনা করেছিলেন। রাওয়ালপিণ্ডির সেই পিচেই বেন স্টোকসের (Ben Stokes) নেতৃত্বে ইংল্যান্ড এক ঐতিহাসিক টেস্ট জিতেছে। ইংলিশ ক্রিকেটারদের সাহসী ক্রিকেট দেখে প্রশংসা করেছেন সবাই। দীর্ঘ কয়েক বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে গিয়েছে ইংল্যান্ড। সফরের প্রথম টেস্টে জিতে স্টোকসের টিম এখন অ্যাডভান্টেজে রয়েছে।

ক্রিকেট বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন, রাওয়ালপিণ্ডির এমন পিচে ফলাফল হওয়া কঠিন। তাও ইংল্যান্ড দুরন্ত ক্রিকেট খেলে রাওয়ালপিণ্ডিতে টেস্ট জিতেছে। পাকিস্তানের বিরুদ্ধে ৭৪ রানে টেস্ট জিতেছে স্টোকসের টিম। টেস্ট ক্রিকেটে তারা প্রথম ইনিংসের প্রথম দিনই ৫০০ র উপরে রান করেছিল। ১১২ বছরের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছিল ইংলিশ টিম। সেই তারাই আবার দ্বিতীয় ইনিংসে একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে। রাওয়ালপিণ্ডিতে টেস্ট জেতার পর ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস বলেছেন, ‘দ্বিতীয় টেস্টেও যদি এমন কোনও পরিস্থিতি তৈরি হয়, আমরা আবারও এক জিনিস করার চেষ্টা করব।’

বেন স্টোকস বলেছেন যে, তাঁরা পাকিস্তান সফরেও ইতিবাচক ক্রিকেটই খেলতে চাযন। রাওয়ালপিণ্ডি টেস্টে জয় ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুরন্ত সাফল্য বলেও ব্যাখ্যা করেছেন তিনি। নিশ্চিত ভাবেই এই ইংল্যান্ডের গভীরতা অনেক বেশি। ব্যাটারদের ফর্মে থাকার পাশাপাশি বোলাররাও নিজেদের সেরাটা দিয়েছেন। বাকি সিরিজেও তা-ই করে দেখানোর জন্য মরিয়া ইংল্যান্ড। আসলে, যে ছন্দ সফরের শুরু থেকে পেয়ে গিয়েছেন তাঁরা, তাই ধরে রাখতে চান। ইংল্যান্ডের এইরকম দুর্দান্ত ফর্ম টেস্ট ক্রিকেটের মুখ বদলে দিচ্ছে। ইংল্যান্ডের নাসির হুসেন সহ আরও অনেকেই ইংল্যান্ডের এই আগ্রাসী পন্থার প্রশংসা করেছেন।