IPL 2022: মাহেলার মুম্বইয়ে না গিয়ে রাজস্থানে কেন মালিঙ্গা, জানালেন সঙ্গাকারা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 17, 2022 | 5:13 PM

দীর্ঘদিন আইপিএলের বৃত্তে মুম্বইয়ে থাকার পরও রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) মালিঙ্গার যোগ দেওয়াটা ভালো চোখে নিচ্ছে না মুম্বই। পাশাপাশি রোহিতের দল মালিঙ্গার এই সিদ্ধান্তে বেশ হতাশও। তবে রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে থাকা সঙ্গাকারা মালিঙ্গার রাজস্থানে যোগ দেওয়ার কারণটি খোলাখুলি বলার চেষ্টা করেছেন।

IPL 2022: মাহেলার মুম্বইয়ে না গিয়ে রাজস্থানে কেন মালিঙ্গা, জানালেন সঙ্গাকারা
IPL 2022: মাহেলার মুম্বইয়ে না গিয়ে রাজস্থানে কেন মালিঙ্গা, জানালেন সঙ্গাকারা

Follow Us

জয়পুর: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে ১২ বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা পেসার লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। যে দলে মালিঙ্গা গিয়েছেন তার ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara)। অন্যদিকে আইপিএলের (IPL) সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে রয়েছেন শ্রীলঙ্কারই আরও এক প্রাক্তন প্লেয়ার মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। দীর্ঘদিন আইপিএলের বৃত্তে মুম্বইয়ে থাকার পরও রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) মালিঙ্গার যোগ দেওয়াটা ভালো চোখে নিচ্ছে না মুম্বই। পাশাপাশি রোহিতের দল মালিঙ্গার এই সিদ্ধান্তে বেশ হতাশও। তবে রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে থাকা সঙ্গাকারা মালিঙ্গার রাজস্থানে যোগ দেওয়ার কারণটি খোলাখুলি বলার চেষ্টা করেছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, মালিঙ্গা পিঙ্ক আর্মিতে যোগ দেওয়ায় মুম্বই শিবির অখুশি। কিন্তু সঙ্গাকারার কথা, মাহেলা কিন্তু মালিঙ্কার আইপিএলে ফেরায় বেশ খুশি। রাজস্থানের টুইটারে পোস্ট করা এক ভিডিওতে সঙ্গাকারা বলেন, “আমার মনে হয় লাসিথ এই সুযোগটা পাওয়ার জন্য মাহেলা জয়বর্ধনে খুশি। ওকে নেওয়ার জন্য সব সময়ই মুম্বই আগ্রহী ছিল। কিন্তু ওদের পুরো কোচিং ইউনিট রয়েছে। তাই আমরা ভীষণ ভাগ্যবান যে, মালিঙ্গা আমাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।”

পাশাপাশি রাজস্থানের এক বিবৃতিতে সঙ্গাকারা বলেন, “আমাদের দলের জন্য অফ সিজনে আমাদের বেশ কিছু কাজ করার ছিল। আমার মনে হয় কোন জায়গায় আমাদের বেশি নজর দেওয়া প্রয়োজন সেচা আমরা খুঁজে বের করে ফেলেছি। এবং নিলামে প্লেয়ার বাছাই করার সময় একটি সঠিক প্রক্রিয়া মেনে চলেছিলাম আমরা। আমি মনে করি এই উত্তেজনাপূর্ণ এবং শক্তিশালী স্কোয়াডকে এক সঙ্গে করতে পেরে ফ্র্যাঞ্চাইজি একটা দারুণ কাজ করেছে।”

২০০৮ সালে মুম্বইয়ের জার্সি গায়ে চাপিয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন মালিঙ্গা। এরপর টানা ১২ বছর ধরে মুম্বইয়ের হয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার।

কেন লাসিথ মালিঙ্গা রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হওয়ার সিদ্ধান্ত নিলেন?

  1. লাসিথ মালিঙ্গা এবং কুমার সঙ্গাকারা একে অপরকে প্রায় ১৫ বছর ধরে চেনেন।
  2. সঙ্গাকারার নেতৃত্বেই মালিঙ্গা একজন ফাস্ট বোলার হিসেবে তীক্ষ্ণ হয়ে উঠেছিলেন।
  3. মুম্বই ইন্ডিয়ান্সে ইতিমধ্যেই শেন বন্ড এবং জাহির খান বোলিং মেন্টর হিসেবে রয়েছেন।
  4. রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলারদের কোচিং করা মালিঙ্গাকে নিজেকে এক্সপোর করার আরও বড় সুযোগ করে দিচ্ছে।
  5. লঙ্কান কিংবদন্তি বোলার এবং পরামর্শদাতা হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে অনেক সাফল্যও অর্জন করেছেন।

আরও পড়ুন: IPL 2022: মরসুম শুরুর আগে ক্যাপ্টেন মায়াঙ্কের প্রশংসায় গব্বর

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের নতুন নিয়মের তীব্র সমালোচনা করলেন কোন বিদেশি ক্রিকেটার?

Next Article