করাচি : প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের খবর কি নিশ্চিত করলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক? তাঁর কথাতে যেন তেমনই ইঙ্গিত। দীর্ঘ সময় ধরেই জল্পনা চলছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের সম্পর্কে চিড় নিয়ে। দু-জনই নানা ভাবে ইঙ্গিত দিয়েছেন বিচ্ছেদের। কিন্তু কোনও কিছুই নিশ্চিত নয়। তবে তাঁদের নানা মন্তব্য়ে এমন প্রশ্ন ওঠে। শোয়েব মালিকের মন্তব্য়ে আরও একবার প্রশ্ন উঠল। তাঁদের সম্পর্কের স্টেটাস বোঝা বড় দায়। একটা সময় ইতিবাচক আলোচনার বিষয় ছিল পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক এবং ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার প্রেম। এখন সবটাই অতীত। নতুন করে কী বললেন শোয়েব! বিস্তারিত রইল TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।
পাকিস্তানি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার চলছিল শোয়েব মালিকের। সেখানে মূলত কথা হচ্ছিল ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে। দীর্ঘ কয়েক বছর ধরে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ভারত-পাকিস্তানের। এখন চলছে এশিয়া কাপ নিয়ে জটিলতাও। এ বারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বহু আগেই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এ বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপও রয়েছে। পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছিল, তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। এশিয়া কাপ নিয়ে জটিলতা মেটেনি। এখনও অবধি যা পরিস্থিতি, এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারতের ম্যাচগুলি হবে নিরপেক্ষ ভেনুতে।
ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কথার মাঝেই সঞ্চালক পাক ক্রিকেটার শোয়েব মালিককে জিজ্ঞেস করেন, ‘আমাদের কি উচিত সানিয়ার কাছেও এ বিষয়ে সাহায্য চাওয়া?’ সে সময়ই শোয়েবের জবাব, ‘আমরা একসঙ্গে সময় কাটানোর সুযোগই পাই না।’ ভারত-পাক ক্রিকেট নিয়ে শোয়েব যোগ করেন, ‘ক্রিকেট শুধু খেলা নয়, ঐকতাও আনে। আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হলে খুবই ভালো। আইসিসি ইভেন্টে সবচেয়ে বড় ম্যাচ কিন্তু ভারত-পাকিস্তান।’ ক্রিকেটের বাইরে শোয়েবের মন্তব্য় ঘিরে জল্পনা, তাহলে কি বিচ্ছেদ হয়ে গিয়েছে সানিয়ার সঙ্গে? একসঙ্গে দীর্ঘদিন কোনও ছবিও দেখা যায়নি তাঁদের।