AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gambhir on Bumrah: পরিকল্পনায় কোনও বদল নেই, কোন দুটো টেস্ট খেলবেন বুমরা? গম্ভীর বললেন…

IND vs ENG, 1st Test: কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, বুমরাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা। যাই হোক না কেন, বুমরাকে ঘিরে ভারতের পরিকল্পনা বদলাবে না।

Gambhir on Bumrah: পরিকল্পনায় কোনও বদল নেই, কোন দুটো টেস্ট খেলবেন বুমরা? গম্ভীর বললেন...
Gambhir on Bumrah: পরিকল্পনায় কোনও বদল নেই, কোন দুটো টেস্ট খেলবেন বুমরা? গম্ভীর বললেন...Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 25, 2025 | 1:26 PM
Share

কলকাতা: নির্ভরতার জায়গা ছেড়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে না। বরং বাড়ছে আরও। লিডসে ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর আবার চর্চায় জসপ্রীত বুমরা। বেন স্টোকসের টিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করলেও উইকেট মেলেনি। ভারতীয় পেসাররাও খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি। প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুররা নিজেদের মেলে ধরতে পারেননি। আরও ভালো করে বললে, বুমরার ওয়ার্কলোড কমাতে পারেননি প্রথম টেস্টে। লিডসে হারের পর একটাই প্রশ্ন উঠছে, বুমরার জন্য কি পরিকল্পনা বদলাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট?

কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, বুমরাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা। যাই হোক না কেন, বুমরাকে ঘিরে ভারতের পরিকল্পনা বদলাবে না। অর্থাৎ, পাঁচ টেস্টের সিরিজ হলেও তিনটে টেস্টেই খেলানো হবে তাঁকে। গম্ভীর বলেছেন, ‘না, বুমরাকে নিয়ে আমাদের ভাবনায় কোনও বদল থাকছে না। সামনে প্রচুর ম্যাচ রয়েছে। বুমরার ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে আমাদের। সেটা আমরা মাথায় রাখছি। ওকে টিমে নেওয়ার আগেই ঠিক করে ফেলা হয়েছিল, এই সিরিজে তিনটে টেস্টই খেলানো হবে বুমরাকে।’

অস্ট্রেলিয়া সফরের পর চারমাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল বুমরাকে। পিঠের চোট যে কোনও সময় বাড়তে পারে। তাই টিম ম্যানেজমেন্ট বুমরার মতো চ্যাম্পিয়ন বোলারকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি কোন দুটো টেস্টে খেলতে দেখা যাবে তাঁকে? তা অবশ্য ঠিক করা হযনি। পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে। গম্ভীরের কথায়, ‘দেখতে হবে ওর শরীরিক অবস্থা কেমন। কোন দুটো টেস্ট ও খেলবে, তা এখনও ঠিক করিনি আমরা। বুমরাকে ছাড়াও আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। বাকিদের উপর আমরা বিশ্বাস, আস্থা দুইই রেখেছি।’