T20 World Cup 2021: ‘দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে আছি’, বললেন রোহিত

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 04, 2021 | 12:35 PM

ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, 'আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ই আমাদের কাছে এই খবর পৌঁছয়। ভারতীয় দলে নতুন ভূমিকায় দ্রাবিড়ের প্রত্যাবর্তনের জন্য তাকে শুভেচ্ছা জানাই। আমরা মুখিয়ে আছি তার সঙ্গে কাজ করতে।'

T20 World Cup 2021: দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে আছি, বললেন রোহিত
দ্রাবিড় ও রোহিত শর্মা। ছবি: টুইটার

Follow Us

আবু ধাবি: গতকালই ভারতের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্বকাপ (T-20 World Cup) শেষের পরই টিম ইন্ডিয়ার দায়িত্ব নিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। ক্রিকেট পরামর্শদাতা কমিটি কোচ হিসেবে বেছে নিয়েছেন দ্রাবিড়কেই। আর দ্য ওয়ালের সঙ্গে কাজ করতে মুখিয়ে ভারতীয় দলের ক্রিকেটাররাও। সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন লক্ষ্য রোহিতদের (Rohit Sharma)।

 

বিশ্বকাপে পরপর ২ ম্যাচ হেরে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় দলকে (Indian Cricket Team)। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় পায় টিম ইন্ডিয়া। যদিও জিতলেও শেষ চারের জন্য তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির দিকেই। নিউজিল্যান্ড অন্য কোনও ম্যাচ হারলে, তবেই সেমিফাইনালের রাস্তা খুলতে পারে বিরাটদের। সেক্ষেত্রে বাকি ম্যাচগুলোও জিততে হবে তাদের। আফগানিস্তানকে বধ করার দিনেই দ্রাবিড়কে কোচ নিযুক্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ই আমাদের কাছে এই খবর পৌঁছয়। ভারতীয় দলে নতুন ভূমিকায় দ্রাবিড়ের প্রত্যাবর্তনের জন্য তাকে শুভেচ্ছা জানাই। আমরা মুখিয়ে আছি তার সঙ্গে কাজ করতে।’

 

দুবাইয়ে আইপিএল ফাইনালের দিনই দ্রাবিড়কে কোচ করতে রাজি করায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহরা (Jay Shah)। এর আগে বহুবার সিনিয়র দলের দায়িত্বের প্রস্তাব দেওয়া হলেও ফিরিয়ে দেন তিনি। কিন্তু আইপিএল ফাইনালের রাতেই মাস্টারস্ট্রোক দেয় সৌরভের বোর্ড। আর দ্রাবিড় রাজি হতেই ঠিক হয়ে যায় ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্য়ত্‍। টি-২০ বিশ্বকাপ শেষের পরই দেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজ আর টেস্ট সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। সেই সিরিজেই ভারতের সিনিয়র দলের পূর্ণাঙ্গ কোচ হিসেবে অভিষেক হচ্ছে রাহুল দ্রাবিড়ের।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: ক্যারিবিয়ানদের মরণ-বাঁচন লড়াই, নিয়মরক্ষার ম্যাচ লঙ্কাবাহিনীর

Next Article