আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ (Super 12) আজ, বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। আজ আবু ধাবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ক্যারিবিয়ানদের। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততে হবে পোলার্ডদের। গ্রুপ টেবলের ৫ নম্বরে রয়েছে গেইলরা। ৩ ম্যাচের মধ্যে মাত্র ১টাতে জিতেছে ক্যারিবিয়ানরা। অন্য দিকে শ্রীলঙ্কা তো ছিটকেই গিয়েছে বিশ্বকাপ থেকে। আজকের ম্যাচ লঙ্কানদের কাছে শুধুমাত্র নিয়মরক্ষার। হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ৫ বারই জিতেছে শ্রীলঙ্কা। আর ২ বার ওয়েস্ট ইন্ডিজ। ফলে আবু ধাবিতে আজ ২ পয়েন্ট কারা তুলে নেবে সেদিকেই বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) হবে।
ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: ক্যারিবিয়ানদের মরণ-বাঁচন লড়াই, নিয়মরক্ষার ম্যাচ লঙ্কাবাহিনীর