Leslie Hylton: পরকীয়ায় জড়িয়ে স্ত্রী, গুলি করে খুন, ফাঁসি হয়েছিল সেই বিখ্যাত ক্রিকেটারের!
Leslie Hylton Was Hanged for Murder: স্ত্রীকে খুন করার অভিযোগে এক ক্রিকেটারের ফাঁসির সাজা হয়েছিল।

নয়াদিল্লি : তখন গভীর রাত। স্ত্রীকে ডেকে তিনি জানতে চাইলেন তাঁর অবৈধ সম্পর্কের ব্যাপারে। ওই ব্যক্তির স্ত্রী পরিস্থিতি বেগতিক বুঝে অবৈধ সম্পর্কের ব্যাপার স্বীকার করে নেন। ব্যস এরপর কিছুক্ষণের স্তব্ধতা। তারপর শুধু চলেছিল কয়েকটা গুলি। ফের সব শান্ত। একটি রিভলভারের ছ’টি গুলি শেষ করেই থেমে থাকেননি ওই ব্যক্তি। স্ত্রীকে মারার জন্য গুলি শেষ হওয়ার পর পুনরায় তাতে গুলি ভরেন তিনি। কারণ পরবর্তীতে ৭টি গুলি পাওয়া যায় তাঁর স্ত্রীর দেহ থেকে। সম্বিত ফিরতে তিনি নিজেই পুলিশে খবরও দেন। তারপর… এইটুকু জানার পর আপনাদের মনে হতে পারে এ কোনও গল্পের এক বিশেষ অংশ। আদতে তা নয়। এ এক ক্রিকেটারের জীবনের ঘটনা। সত্যি ঘটনা। ওই ক্রিকেটার কে? নিজের স্ত্রীকে গুলি করার পর তাঁর কী পরিণতি হয়েছিল? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কোনও অপরাধীর শাস্তির জন্য আইন রয়েছে। অপরাধ হতে দেখলে দোষীকে নিজের হাতে শাস্তি দেওয়াটা আইনের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার নিজের স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন। পরবর্তীতে তাঁর ফাঁসি হয়েছিল। এই ক্রিকেটার হলেন লেসলি হিলটন। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, যাঁর ফাঁসি হয়েছিল।
কে এই লেসলি হিলটন?
১৯০৫ সালের ২৯ মার্চ লেসলি হিলটনের জন্ম। জামাইকার কিংস্টনে এক দরিদ্র পরিবারে জন্ম হয় লেসলির। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে তাঁর ডেবিউ হয় ১৯৩৫ সালে। ক্যারিবিয়ানদের হয়ে তিনি ৬টি টেস্টে খেলেছিলেন। এ ছাড়া ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে খেলেছিলেন লেসলি।
স্ত্রীর কাছে প্রতারিত হয়েছিলেন লেসলি। রাগ সামলাতে না পেরে, তা জানার পর নিজের স্ত্রীকে গুলি করে খুন করেছিলেন লেসলি।





