বিরাটের ফর্ম নিয়ে কী বললেন ডেভিড ওয়ার্নার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 09, 2022 | 11:00 AM

২০১৯ সালে ইডেন টেস্টের পর আর সেঞ্চুরি নেই বিরাটের। মাঠ ও মাঠের বিতর্কে জেরবার। তারই মধ্যে ভিকের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ওপেনার।

বিরাটের ফর্ম নিয়ে কী বললেন ডেভিড ওয়ার্নার?
বিরাটের ফর্ম নিয়ে কী বললেন ডেভিড ওয়ার্নার? (ছবি-বিরাট কোহলি টুইটার)

Follow Us

কলকাতা: কেউ যখন ধারাবাহিক ভাবে প্রচুর রান করেন, একের পর এক রেকর্ড করে চমকে দেন ক্রিকেট দুনিয়াকে, তাঁর ব্যর্থতাও মেনে নিতে হয়। আর কেউ নন, বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে এমনই ব্যাখ্যা ডেভিড ওয়ার্নারের (David Warner)। ২০১৯ সালে ইডেন টেস্টের পর আর সেঞ্চুরি নেই বিরাটের। মাঠ ও মাঠের বিতর্কে জেরবার। তারই মধ্যে ভিকের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ওপেনার।

এক সাক্ষাত্‍কারে ওয়ার্নার বলেছেন, ‘গত কয়েক বছর ধরে বিরাটের ফর্মে নিয়ে লোকে প্রচুর কথা বলছে। আমরা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে আবার ও বাবা সদ্য বাবা হয়েছে। ভুলে গেলে চলবে না, ও কিন্তু প্রচুর সাফল্য পেয়েছে। আর যে সাফল্য পায়, ব্যর্থ হওয়ার অধিকারও রয়েছে তার।’

বিরাটের মতোই এক সময় স্টিভ স্মিথকেও সমালোচনা শুনতে হয়েছে। সেই প্রসঙ্গ তুলে ওয়ার্নার বলছেন, ‘লোকে বলত, স্মিথ চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করতে পারে না। কিন্তু তথ্য ঘেঁটে দেখুন, ও প্রতি চার ইনিংস অন্তর সেঞ্চুরি করে। স্মিথও মানুষ। খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতেই হয় সবাইকে। আর সেই কারণেই ওদের মতো ক্রিকেটারদের উপর প্রচুর চাপ থাকে। প্রত্যাশার চাপ সামলাতে হয়। কিন্তু বিরাটরা যে চাপ অনুভব করে না, তার গ্যারান্টি আমি দিতে পারি।’

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট জিতেছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে সমতা ফিরিয়ে ডিন এলগারের টিম। ক্যাপ্টেন বিরাট কোহলি পিঠের চোটের কারণে ওই ম্যাচ খেলতে পারেননি। কেপ টাউনে তৃতীয় টেস্টে টিমে ফিরবেন তিনি, এমনই বলা হচ্ছে। চলতি সিরিজে দেশকে যেমন জেতাতে হবে, তেমনই রানে ফিরতে হবে বিরাটকে। অন্তত একটা সেঞ্চুরি বিরাটকে আবার পুরনো জায়গা ফিরিয়ে দেবে, বিশ্বাস তাঁর ভক্তদের।

আরও পড়ুন: India vs South Africa: তৃতীয় টেস্টে কাকে বাদ দেওয়া উচিত টিম থেকে, গম্ভীরের ব্যাখ্যা

Next Article