ICC Word Cup 2023: ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড, কখন, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ?

Live Streaming: ২০১৯ সালে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।ওয়ান ডে-তে প্রথম বার চ্যাম্পিয়নের খেতাব ছিল সেটি।চ্যাম্পিয়নরা খানিকটা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চলেছে।অন্যদিকে, নিউজিল্যান্ড কখনও বিশ্বকাপের স্বাদ পায়নি।অধরা বিশ্বকাপের লক্ষ্যেই কিউয়িরা।

ICC Word Cup 2023: ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড, কখন, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ?
লাইভ স্ট্রিমিং
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 6:26 PM

আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর দামামা বেজে গিয়েছে। এখন রুদ্ধশ্বাস একটা টুর্নামেন্টের অপেক্ষা। পাঁচ বছর পর এশিয়া কাপ জিতেছে ভারত। এ বার দেশের মাটিতে ওডিআই-তে বিশ্বসেরার শিরোপা (ICC Woerld Cup 2023) জয়ের সুযোগ ভারতের কাছে। এই মহাযুদ্ধের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ওডিআই ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের বিরুদ্ধে বেশ বেগ হবে বলেই ধারনা কিউয়িদের। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম ম্যাচে নেই। টিমের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন টম ল্যাথাম। ইংল্যান্ডের নেতৃত্বে জস বাটলার। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর প্রথম ম্যাচ অর্থাৎ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড কোথায়, কখন হবে এবং কোথায় দেখা যাবে? লাইভ স্ট্রিমিং-ই বা দেখা যাবে কোথায়?

২০১৯ সালে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ওয়ান ডে-তে প্রথম বার চ্যাম্পিয়নের খেতাব ছিল সেটি। চ্যাম্পিয়নরা খানিকটা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চলেছে। অন্যদিকে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড কখনও বিশ্বকাপের স্বাদ পায়নি। অধরা বিশ্বকাপের লক্ষ্যেই অভিযান শুরু করতে চলেছে কিউয়িরা। তাঁদের পথ দেখাবেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি কবে হবে?

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি হবে আগামিকাল বৃহস্পতিবার (৫.১০.২৩)।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি কোথায় হবে?

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি কখন শুরু হবে?

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়। ম্যাচের আগে ঠিক দুপুর ১.৩০ টায় টস হবে।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটি কোথায় দেখা যাবে?

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla-এর ওয়েবসাইটে।