Temba Bavuma: বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটের মাঝে ঘুমিয়ে পড়লেন তেম্বা বাভুমা! নেটদুনিয়ায় ভাইরাল ছবি
ICC World Cup: আগামিকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। যে দু'টো দল শেষ ওডিআই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্স। আজ ১০ টিমের ক্যাপ্টেনরা আমেদাবাদে মুখোমুখি হয়েছিলেন। সেখানেই হঠাৎ ঘুমিয়ে পড়েন বাভুমা।
আমেদাবাদ: বিশ্বকাপের (ICC World Cup) ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। রাত পোহালেই সেই বহুপ্রতীক্ষিত দিন। ৫ অক্টোবর শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। আজ আমেদাবাদে ১০ টিমের ক্যাপ্টনরা মুখোমুখি হয়েছিলেন। ছিল ক্যাপ্টেন্স মিট। স্বাভাবিকভাবেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দিকে বিশেষ নজর ছিল। প্রতি বার বিশ্বকাপের আগে আইসিসির পক্ষ থেকে ক্যাপ্টেন্স মিট আয়োজন করা হয়। এ বারের ক্যাপ্টেন্স মিট সঞ্চালনা করেছেন ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান। অবশ্য ক্যাপ্টেন্স মিটের মঞ্চে বিশেষ নজর কেড়ে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিটের মাঝে ঘুমিয়ে পড়লেন তেম্বা বাভুমা! সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Temba Bavuma during the Captain’s Round Table Event. pic.twitter.com/xaxRHTzg4V
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 4, 2023
সত্যিই কি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ক্যাপ্টেন্স মিট চলাকালীন ঘুমিয়ে পড়েছিলেন?
প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা অবশ্য স্বীকার করেননি তিনি ক্যাপ্টেন্স মিট চলাকালীন ঘুমোচ্ছিলেন বলে। বরং তিনি দোষ দিয়েছেন ক্যামেরা অ্যাঙ্গেলকে। সোশ্যাল মিডিয়ায় বাভুমার ওই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকেই মজার মজার কমেন্ট করেছেন তাতে। তেমনই এক ছবিতে বাভুমা সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘আমি ঘুমোচ্ছিলাম না। ক্যামেরা অ্যাঙ্গেলকে এর জন্য দায়ী করছি।’
I blame the camera angle, I wasn’t sleeping 🤦🏽♂️
— Temba Bavuma (@TembaBavuma) October 4, 2023
ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ৭ অক্টোবর। এর আগে ভারতে দলের সঙ্গে এসেছিলেন বাভুমা। অবশ্য তিনি ওয়ার্ম আপ ম্যাচ না খেলেই পারিবারিক কারণে বাড়িতে ফিরে যান। বিশ্বকাপের আগে আবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছেন তিনি। আজ ক্যাপ্টেন্স মিটেও উপস্থিত ছিলেন। অনেকে যে কারণে সোশ্যাল মিডিয়ায় বাভুমার ওই ঘুমোনোর ছবি দেখে কমেন্ট করেছেন, ‘সফরের ক্লান্তির কারণে বাভুমা ঘুমিয়ে পড়েছেন।’