Mamata on Police: ‘লবি চলে লবি, বন্ধু হলে প্রোমোশন পাওয়া যায়’, বড় কথা বললেন মমতা
Mamata on Police: মুখ্যমন্ত্রীর দাবি, জেলায় এসপি (পুলিশ সুপার) নিজের মতো দল তৈরি করেন। কাঁচা গ্রামের রাস্তায় তাঁদের নেতৃত্বে অস্ত্রের আমদানি চলে। নাকা চেকিং হয় না ঠিক মতো।
কলকাতা: যাঁরা সৎভাবে কাজ করেন, তাঁদের দিকে কেউ নজর দেয় না। উপরতলায় ঘনিষ্ঠতা থাকলে অনায়াসে প্রোমোশন পাওয়া যায়। এমনটাই পর্যবেক্ষণ খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দফতর তাঁর হাতে থাকলেও বিভিন্ন সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে ছাড়েননা মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসে পুলিশের বিরুদ্ধে কার্যত রণংদেহী মেজাজে দেখা গেল মমতাকে।
এদিন মালদহে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূলে জেলা সহ সভাপতি তথা কাউন্সিলর বাবলা সরকারের। তার জন্য সরাসরি পুলিশকে দায়ী করে মমতা বলেন, “এসপি-র অপদার্থতার জন্য এটা হয়েছে।” এখানেই শেষ নয়, অনুপ্রবেশ হলেও পুলিশ কেন ধরতে পারছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। ডিজি রাজীব কুমারকে নির্দেশ দেন, কোন কোন জায়গা দিয়ে লোক ঢোকানো হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে।
মুখ্যমন্ত্রীর দাবি, জেলায় এসপি (পুলিশ সুপার) নিজের মতো দল তৈরি করেন। কাঁচা গ্রামের রাস্তায় তাঁদের নেতৃত্বে অস্ত্রের আমদানি চলে। নাকা চেকিং হয় না ঠিক মতো। পুলিশ সুপারদের বার্তা দিয়ে মমতা বলেন, “কোনও এসপি যদি মনে করেন, একটা চোখ থাকবে কাজে, আর একটা চোখ থাকবে অন্য জায়গায়, তাহলে এসপি হতে হবে না।”
একই সঙ্গে মমতা বলেন, “সৎ পুলিশ অফিসারদের দিকে তোমরা নজর দাওয়া না। লবি চলে লবি। বন্ধু বলে প্রোমোশন দিতে হয়। কাজের লোক না হলে, কোনও লবি চলবে না।” বিরোধীরা বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, আর এবার সেই একই কথা শোনা গেল খোদ মমতার গলায়।