Satheesh Shubha: টেস্টে সতীশের ‘শুভা’রম্ভ, ডেবিউ ম্যাচে গড়লেন দুরন্ত রেকর্ড
IND W vs ENG W: ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ খেলছেন হরমনপ্রীত কৌররা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ইংল্যান্ডের বিরুদ্ধে রেনুকা সিং, জেমাইমা রডরিগজ ও সতীশ শুভার টেস্ট ডেবিউ হয়েছে। অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন সতীশ। কে এই সতীশ শুভা?

মুম্বই: অভিষেকেই ইতিহাস। ক’জন করতে পারেন? ২৪ বছর বয়সী বাঁ-হাতি ভারতীয় ব্যাটার সতীশ শুভা (Satheesh Shubha) টেস্ট ক্রিকেটে (Test Cricket) অভিষেক ম্যাচেই দুরন্ত রেকর্ড গড়েছেন। ন’বছর আগে দেশের মাটিতে শেষ বার টেস্ট খেলেছিল ভারতীয় মহিলা টিম। ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ খেলছেন হরমনপ্রীত কৌররা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ইংল্যান্ডের বিরুদ্ধে রেনুকা সিং, জেমাইমা রডরিগজ ও সতীশ শুভার টেস্ট ডেবিউ হয়েছে। অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন সতীশ। তাঁর পাশাপাশি অভিষেক ম্যাচে জেমাইমাও অর্ধশতরান করেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
The smiles ☺️
The emotions 🤗
The joy 👏
Say hello to #TeamIndia‘s newest Test debutants – Shubha Satheesh, Renuka Singh Thakur & Jemimah Rodrigues 👋
Go well! 👍 👍
Follow the Match ▶️ https://t.co/UB89NFaqaJ#INDvENG |@IDFCFIRSTBank pic.twitter.com/0P5BFLnsZK
— BCCI Women (@BCCIWomen) December 14, 2023
ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ডেবিউ হওয়া সতীশ শুভা। ৪৯ বলে অর্ধশতরান করেন তিনি। দ্বিতীয় উইকেটে ভারতীয় ওপেনার শেফালি ভার্মার সঙ্গে জুটিতে ২২ রান তোলেন সতীশ শুভা। শেফালি ফিরলে অভিষেক ম্যাচ খেলতে নামা জেমাইমা রডরিগজের সঙ্গে তৃতীয় উইকেটে জুটিতে ১১৫ রান তোলেন সতীশ শুভা।
𝗜. 𝗖. 𝗬. 𝗠. 𝗜!
Debut in international cricket ✅
FIFTY on debut in international cricket ✅
A solid start for Shubha Satheesh 👍👍
… and the entire team applauds her efforts 👏 👏
Follow the Match ▶️ https://t.co/UB89NFaqaJ#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/aAwg93Uqv6
— BCCI Women (@BCCIWomen) December 14, 2023
কর্নাটকের ব্যাটার সতীশ শুভা টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে হাফসেঞ্চুরি করা ১২তম ভারতীয় মহিলা ক্রিকেটার। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করা ক্রিকেটারদের তালিকায় স্মৃতি মান্ধানাকে টপকে গিয়েছেন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ বলে অর্ধশতরান করেছিলেন স্মৃতি। সতীশ শুভা আজ, ৪৯ বলে অর্ধশতরান করেছেন। ভারতের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামা সতীশ শুভা ৭৬ বলে ৬৯ রানে আউট হন। এবং জেমাইমা রডরিগজ ৯৯ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন।
৯ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে আরসিবি ১০ লক্ষ টাকা দিয়ে সতীশ শুভাকে নিলাম থেকে দলে নিয়েছে। এ বার দেশের হয়ে তাঁর টেস্ট ডেবিউও হল। স্মৃতির আরসিবি পেয়ে গেল মিডল অর্ডারে ভালো পারফর্ম করা এক প্রতিভাকে। ডেবিউ ম্যাচে সতীশ শুভার পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও প্রশংসায় ভরিয়েছেন সতীশ শুভাকে। ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে যেভাবে ক্রিজে নিজের প্রতিভা তুলে ধরেছে সতীশ শুভা, তাতে ভবিষ্যতে তাঁর থেকে আরও এমন ইনিংস দেখার অপেক্ষায় রয়েছেন। এমনটাও জানিয়েছেন মিতালি।
Very impressed by this left-hander. Shubha Satheesh, playing her first match for India today, has demonstrated excellent composure and temperament at the crease. Looking forward to more such innings from her, well played. #INDWvENGW pic.twitter.com/oFcByDRurd
— Mithali Raj (@M_Raj03) December 14, 2023





