AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia cup 2023 IND vs PAK Match Prediction: ভারত-পাকিস্তান মেগা ম্যাচে নজরে সেই কিং বনাম ‘শাহিন-শাহ’

Asia cup 2023 India vs Pakistan Match Preview: এ যেন মার্ভেলের সেই 'অ্যাভেঞ্জার'দের একজোট হওয়া। যারা অনেক কঠিন চ্যালেঞ্জের সামনেও নিজেদের শক্তিগুলো ব্যবহার করে ঠিক জয় ছিনিয়ে নেয়! রোহিত, কোহলি, বুমরা, সামিদের এখন সেই ভূমিকায় দেখার অপেক্ষা।

Asia cup 2023 IND vs PAK Match Prediction: ভারত-পাকিস্তান মেগা ম্যাচে নজরে সেই কিং বনাম 'শাহিন-শাহ'
Image Credit: PTI, Twitter
| Updated on: Sep 02, 2023 | 8:30 AM
Share

কোনও সন্দেহ? প্রশ্নটাই তো করা হল না! ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়ে রোমাঞ্চ আর কোনও ম্যাচে রয়েছে? হলপ করে বলা যায়, নাহ। দ্বিপাক্ষিক সিরিজের পালা চুকেছে বহু আগে। টেস্ট ক্রিকেটে দেখা হয় না দু-দলের। আদৌ কবে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত-পাকিস্তান, এর কোনও ভবিষ্যদ্বাণীও সম্ভব নয়। অগত্যা ভরসা আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট। অক্টোবরে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সে কারণে এ বারের এশিয়া কাপও ওয়ান ডে ফরম্যাটে। এশিয়া কাপের সূচি প্রকাশের পর থেকেই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। প্রতীক্ষার প্রহর শেষের পথে। ক্রিকেটে আজ ভারত-পাকিস্তান। সব কিছু ঠিক থাকলে এই টুর্নামেন্টে একাধিক বার মুখোমুখি হবে দু-দল। প্রথম ম্যাচের উত্তেজনা একটু বেশি থাকাই স্বাভাবিক। এর মধ্যে নজরে বিশ্বকাপের মহড়া সেরে নেওয়ায়ও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রস্তুতির দিক থেকে ভারতীয় দল কিছুটা হলেও পিছিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত। এশিয়া কাপের স্কোয়াডে থাকা বেশির ভাগ ক্রিকেটারই সেই সিরিজে খেলেননি। চোট, অস্ত্রোপচার থেকে ফিরেছেন অনেকেই। আয়ার্ল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেছেন জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা। ম্যাচে ৪ ওভার বোলিং আর ১০ ওভার এক নয়। মাঝে প্রস্তুতি শিবির, নিজেদের মধ্যে ম্যাচ। এশিয়া কাপের প্রস্তুতি বলতে এই।

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট টিম এ বারের এশিয়া কাপের প্রথম ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে। হোক না তা টুর্নামেন্টে অভিষেককারী নেপালের বিরুদ্ধে। প্রতিযোগিতামূলক ম্যাচ আর প্রস্তুতি ম্যাচ এক জিনিস নয়। এশিয়া কাপ শুরুর আগে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলেছে পাকিস্তান। সেই সিরিজে ৩-০ ব্যবধানে জিতে ওডিআই ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় পাকিস্তান এক নম্বর দল হয়েছে। ওয়ান ডে ফরম্যাটে ব্যাটিং তালিকাতে শীর্ষে পাক অধিনায়ক বাবর আজম। নেপালের বিরুদ্ধে ১৫১ রানের বিশাল ইনিংস খেলেছেন। শতরান করেছেন মিডল অর্ডার ব্যাটার ইফতিকার আহমেদও।

শ্রীলঙ্কায় খেলা হলেও পাকিস্তানের যেন হোম ম্যাচ। অধিনায়ক বাবর আজম সহ তাদের বেশ কয়েজন লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজও খেলেছেন শ্রীলঙ্কাতেই। বর্তমান পরিবেশ-পরিবেশ পরিস্থিতি তাদের তুলনামূলক বেশি জানা। পরিসংখ্যান, প্রস্তুতি, কাগজে-কলমে শক্তি-দুর্বলতা ভারত-পাকিস্তান ম্যাচে খাটে না। রোহিত শর্মা একটা বড় ইনিংস খেলে দিলে! কিংবা তরুণ শুভমন গিল। বোলিংয়ে সামি-বুমরা-সিরাজ। স্পিন আক্রমণে রবীন্দ্র জাডেজা-কুলদীপ যাদব। সব কিছুর মাঝেও একটা নাম ভরসা দয়ে, প্রতিপক্ষকে ভাবায়। বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সম ফরম্যাট মিলিয়ে গত পাঁচ ম্যাচে চারটি অর্ধশতরান। তিনি ক্রিজে থাকা মানে প্রতিপক্ষ শিবিরে ত্রাস। এই ম্যাচের বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়াবে কিং কোহলি বনাম ‘শাহিন-শাহ’। উহু শায়েনশা নয়। শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফের পেস ত্রয়ী। সঙ্গে লেগ স্পিনার শাদাব খান।

প্রস্তুতি যেমনই হোক, ভারতের সম্বল পাকিস্তানের তুলনায় অনেক বেশি অভিজ্ঞতা। বেঙ্গালুরুতে শিবির নিয়ে রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে একটা বিষয় উল্লেখ করেছিলেন, দীর্ঘ সময় পর সকলে একত্রিত হয়েছেন। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সকলেই ফিট। বিষয়টা আর এক দৃষ্টিকোনে ভাবা যেতে পারে। এ যেন মার্ভেলের সেই ‘অ্যাভেঞ্জার’দের একজোট হওয়া। যারা অনেক কঠিন চ্যালেঞ্জের সামনেও নিজেদের শক্তিগুলো ব্যাবহার করে ঠিক জয় ছিনিয়ে নেয়! রোহিত, কোহলি, বুমরা, সামিদের এখন সেই ভূমিকায় দেখার অপেক্ষা।