IND vs SA 3rd T20 Match Preview: তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিয়নে, স্পিনারদের কাজ শেষ!

Nov 12, 2024 | 11:52 PM

India vs South Africa Match 3rd T20I Prediction: প্রথম দু-ম্যাচে তিন স্পিনার, দুই পেসারে বোলিং কম্বিনেশন সাজিয়েছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সঙ্গে ব্যাক আপ পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাড়তি স্পিন প্রয়োজন হলে বিকল্প ছিলেন তিলক ভার্মাও। গত ম্যাচে অবাক করেছিল সূর্যর সিদ্ধান্ত।

IND vs SA 3rd T20 Match Preview: তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিয়নে, স্পিনারদের কাজ শেষ!
Image Credit source: PTI FILE

Follow Us

ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। এ বছর টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ছন্দে ভারতীয় দল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয় ২৪ ম্যাচের মধ্যে ২২টিই জিতেছে। দীর্ঘ ১১ ম্যাচ পর হারের হতাশা। ডারবানে জয় দিয়ে সিরিজ শুরু করলেও বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের। সিরিজ এখন সমতায়। বুধবার তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়নে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। স্পিনারদের কাজ শেষ!

গত দু-ম্যাচেই ভারতীয় স্পিনের বিরুদ্ধে অস্বস্তিতে পড়েছে প্রোটিয়া ব্যাটিং বিভাগ। ডারবানে তিনটি করে উইকেট নিয়েছিলেন রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী। বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১২৪ রানের পুঁজি থাকলেও ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ভারতের জয়ের পরিস্থিতি তৈরি করেছিলেন বরুণ চক্রবর্তী। বেরহায় মন্থর পিচ ছিল। স্পিনারদের বিরুদ্ধে বেশি হিমসিম খেয়েছে প্রোটিয়া শিবির। তবে সেঞ্চুরিয়নে পেসারদের জন্য সুবিধা, এমনটাই জানিয়েছেন ভারতের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং।

পরিস্থিতি যা, ভারতের একাদশে বদল হতেই পারে। প্রথম দু-ম্যাচে তিন স্পিনার, দুই পেসারে বোলিং কম্বিনেশন সাজিয়েছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সঙ্গে ব্যাক আপ পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাড়তি স্পিন প্রয়োজন হলে বিকল্প ছিলেন তিলক ভার্মাও। গত ম্যাচে অবাক করেছিল সূর্যর সিদ্ধান্ত। স্পিনাররা সুবিধা পাওয়া সত্ত্বেও অক্ষর প্যাটেলকে মাত্র এক ওভার বোলিং করান। অর্শদীপের ধারনা যদি ঠিক হয়, তৃতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়ে একাদশে ঢুকতে পারেন যশ দয়াল এবং অক্ষরের পরিবর্তে রমনদীপ সিং। তা হলে যেমন ব্যাটিং গভীরতা বাড়বে, একস্ট্রা পেস বোলিং অপশনও।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জীতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বিশাখ, আবেশ খান, যশ দয়াল।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি-টোয়েন্টি, ভারতীয় সময় রাত ৮.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার

Next Article