আগের ওয়েস্ট ইন্ডিজ হলে? কিছুটা লড়াই দেখা যেত। ডমিনিকায় প্রথম টেস্টে এক পেশে ম্যাচ। ইনিংস এবং ১৪১ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। প্রশ্ন হচ্ছে, ক্ষত-বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ কি ঘুরে দাঁড়াতে পারবে? ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রত্যাশা করছেন, দ্বিতীয় টেস্টে কড়া প্রতিরোধের সামনে পড়তে হবে। ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ঐতিহাসিক ম্যাচে নামছে। দু-দেশের মধ্যে শততম টেস্ট। স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্রেমীরা। যদিও পরিসংখ্যান ওয়েস্ট ইন্ডিজের জন্য সুখকর নয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দীর্ঘ ২১ বছর। ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, অবাক করার মতোই পরিসংখ্যান। ২০০২ সালে শেষ বার ভারতের বিরুদ্ধে টেস্ট জিতেছিল তারা। প্রথম ম্যাচের সেরা যশস্বী জয়সওয়ালের বয়স তখন পাঁচ মাসও নয়। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঐতিহ্য কারও অজানা নয়। ক্রমশ তলিয়ে গিয়েছে সে দেশের ক্রিকেট। সেটা যে ফরম্যাটেই হোক। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া হবে ক্রিকেটের মহাযুদ্ধ। যোগ্যতা অর্জনই করতে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হয়েছে ভারতের কাছে ইনিংস ও ১৪১ রানের হারে।
ভারতের বিরুদ্ধে ২০০২ সালে শেষ বার জেতার পর থেকে ২৪ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ১৫টি টেস্ট জিতেছে ভারত। বাকি ৯টি ম্যাচ অমীমাংসিত। ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক করেছিলেন অ্যালিক আথানেজ। দল বড় ব্যবধানে হারলেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছিলেন অ্যালিক। এই ম্যাচেও নজর থাকতে তাঁর দিকেই।
ভারতের হয়ে গত ম্যাচে অভিষেক হয়েছিল দু-জনের। বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কিপার-ব্যাটার ঈশান কিষাণ। অভিষেক টেস্টেই নজর কেড়েছেন যশস্বী। চোখ ধাঁধানো ১৭১ রানের ইনিংস। তাঁর ধারাবাহিকতায় বাড়তি নজর থাকবে। ঈশান কিষাণ উইকেটের পিছনে সফল। ব্যাটিংয়ে সেই ভরসা খুঁজছে ভারতীয় শিবির।
বোলিং আক্রমণে এই টেস্টে পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম ম্যাচে বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট ছাপ ফেলতে পারেননি। নবদীপ সাইনি কিংবা অভিষেক হতে পারে ডান হাতি পেসার মুকেশ কুমারের। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন একাদশে খুব বেশি পরিবর্তন হবে না। তবে বোলিং আক্রমণে ধার বাড়াতে এই সিদ্ধান্ত দেখা যেতেই পারে।