PBKS vs GT IPL 2023 Match Prediction : ফিরছেন লিভিংস্টোন! ঘরের মাঠে চ্যাম্পিয়নের বিরুদ্ধে নামছে পঞ্জাব

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 13, 2023 | 9:30 AM

Punjab Kings vs Gujarat Titans Preview : গুজরাট টাইটান্স শিবিরে হার্দিকের ফেরা নিশ্চিত। তেমনই চাপ বাড়ছে ঋদ্ধিমান সাহাকে নিয়ে। প্রথম তিন ম্যাচে ব্য়াটিংয়ে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। গত ম্যাচে ঋদ্ধি ব্যাটিং করলেও কিপিং করেন শ্রীকার ভরত। এই ম্যাচে ঋদ্ধির জায়গায় ভরতকে খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

PBKS vs GT IPL 2023 Match Prediction : ফিরছেন লিভিংস্টোন! ঘরের মাঠে চ্যাম্পিয়নের বিরুদ্ধে নামছে পঞ্জাব
Image Credit source: twitter

Follow Us

দীপঙ্কর ঘোষাল : শিখর ধাওয়ান ভালো খেলছেন, পঞ্জাব কিংস ব্যাটিং বিভাগ ধারাবাহিক নয়। টানা দুই ম্যাচ জয়ের পর গত ম্যাচে হার। এ বার ঘরের মাঠে নামছে পঞ্জাব কিংস। প্রতিপক্ষ গত বারের চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্স। ধাওয়ানদের মতো গত ম্যাচে হেরেছে টাইটান্সও। সেই ম্যাচে খেলেননি হার্দিক পান্ডিয়া। রশিদ খানের নেতৃত্বে দারুণ ভাবে ম্যাচে ছিল টাইটান্স। স্পেলের শেষ ওভারে হ্যাটট্রিক করেছিলেন রশিদ খান। কিন্তু কলকাতা নাইট রাইডার্স শেষ ল্যাপে অনবদ্য। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কায় ম্যাচ জেতান রিঙ্কু সিং। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ম্য়াচ। এ বারের মরসুমে এখনও অবধি সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল সেটাই। পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স দু-দলের কাছেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ। টাইটান্স একাদশে ফিরতে পারেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পঞ্জাব একাদশেও বেশ কিছু বদল দেখা যেতে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।

রিঙ্কু সিং আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য গুজরাট টাইটান্সের। কাজটা যদিও সহজ নয়। বোর্ডে ২০০-র বেশি স্কোর, প্রতিপক্ষ শিবিরে বিপর্যয়, কার্যত জেতা ম্যাচ ছিল টাইটান্সের। সেখান থেকে হার। গত মরসুমে পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স ম্য়াচেও অনেকটা এমনই হয়েছিল। শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ১৮ রান। প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার উইকেট নিয়ে ম্য়াচ জেতার সুযোগ তৈরি করে পঞ্জাব কিংস। কিন্তু রাহুল তেওয়াটিয়ার বিধ্বংসী ইনিংসে জেতে গুজরাট টাইটান্স। দু-দলই নিজেদের প্রথম তিন ম্য়াচের মধ্যে দুটি করে জিতেছে।

পঞ্জাব কিংস শিবিরে বড় স্বস্তি, চোট সারিয়ে উঠছেন লিয়াম লিভিংস্টোন। গত কয়েক ম্য়াচে সিকান্দার রাজাকে খেলিয়েছে পঞ্জাব। কেরিয়ারের প্রথম আইপিএলে বিশাল কোনও ভূমিকা নিতে পারেননি এখনও। লিয়াম লিভিংস্টোনকে মোহালির নেটে দেখে স্বস্তিতে অধিনায়ক শিখর ধাওয়ান। তিনি ফিট থাকলে রাজার সুযোগ পাওয়া কঠিন। ম্যাথু শর্টের জায়গায়ও খেলানো হতে পারে লিভিংস্টোনকে। কাগিসো রাবাডার মতো পেসার স্কোয়াডে থাকলেও খেলায়নি পঞ্জাব। প্রথম ম্য়াচ থেকে নাথান এলিসকে খেলানো হয়েছে। এখনও অবধি ভালো পারফরম্যান্স তাঁর। ফলে এলিসকে বসানো কঠিন। আবার রাবাডাকে খেলানোর সুযোগও আর হাতছাড়া করতে চাইবে না পঞ্জাব।

গুজরাট টাইটান্স শিবিরে হার্দিকের ফেরা নিশ্চিত। তেমনই চাপ বাড়ছে ঋদ্ধিমান সাহাকে নিয়ে। প্রথম তিন ম্য়াচে ব্য়াটিংয়ে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। গত ম্য়াচে ঋদ্ধি ব্যাটিং করলেও কিপিং করেন শ্রীকার ভরত। এই ম্য়াচে ঋদ্ধির জায়গায় ভরতকে খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

Next Article