দীপঙ্কর ঘোষাল : তারকা সমৃদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মরসুম শুরু হয়েছিল বিশাল জয়ে। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়েছিল আরসিবি। কলকাতার ইডেন গার্ডেন্সে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে ৮১ রানের বিশাল ব্যবধানে হার বিরাট কোহলিদের। আরসিবির ৯টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। চিন্নাস্বামী স্টেডিয়ামে এ বার আরসিবি নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ইডেন ধাক্কা এখনও কাটেনি। আরসিবির তারকা সমৃদ্ধ ব্য়াটিং লাইন আপ মাত্র ১২৩ রানেই অলআউট। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা ফিরতেই ধস নামে। বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে? আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
আরসিবি ব্য়াটারদের সবচেয়ে বড় সমস্য়া দেখা দিয়েছে স্পিনারদের বিরুদ্ধে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও লেগ স্পিনার পীযুষ চাওলার বিরুদ্ধে সমস্য়ায় পড়েছেন আরসিবি ব্যাটাররা। ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের স্পিন ত্রয়ী সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং অভিষেককারী সূয়াশ শর্মা ৯ উইকেট নিয়েছিল। তিনজনই লেগ স্পিনারই। লখনউ সুপার জায়ান্টস শিবিরেরও এক দক্ষ লেগ স্পিনার রয়েছেন। তিনি রবি বিষ্ণোই। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। পেসারদের বোলিংয়ে খেলাটা তুলনামূলক সহজ। স্পিনারদের বিরুদ্ধে মিস হিট হলেও বিপদ। লখনউ লেগ স্পিনার রবি বিষ্ণোই ছন্দে রয়েছেন। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ধারাবাহিক। সব মিলিয়ে লখনউ জার্সিতে তাঁর সংগ্রহ ১৩ উইকেট। এ মরসুমে তিন ম্যাচে নিয়েছেন আধডজন উইকেট। আরসিবি শিবিরে সমস্য়া হয়ে দাঁড়াতে পারেন রবিই।
লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারলেও ফের ঘরের মাঠে ফিরেই জয়। এ বার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। লখনউ শিবিরে বড় চিন্তা এখনও অবধি ভরসা দিতে পারেননি অধিনায়ক লোকেশ রাহুল। ব্য়াটিংয়ে কাইল মেয়ার্স প্রথম ম্যাচে অনবদ্য় খেলেছিলেন। রাহুলদের মূল চিন্তা ব্য়াটিংই। চিন্নাস্বামীতে হাই-স্কোরিং ম্যাচের সম্ভাবনা। টস জিতলে যে কোনও দলই চাইবে রান তাড়া করতে। ঘরের মাঠে আরসিবি কতটা ভয়ঙ্কর, প্রথম ম্যাচেই তা দেখা গিয়েছে। তবে লোকেশ রাহুলের কাছেও এটি ঘরের মাঠই। হয়তো এখানেই তিনি ফর্ম ফিরলেন!