ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন হলেন রোহিত-বিরাটরা, তাও হবে না ডাবল সেলিব্রেশন; কেন জানেন?
টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জেতার পর ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন, এ বারও ফের একটা স্মরণীয় মুহূর্তের সক্ষী হতে পারবেন তাঁরা। এরই মাঝে জানা গিয়েছে, এ বার কোনও ভিকট্রি প্যারেড হবে না। কিন্তু কারণ কী?

দুবাই: বার্বাডোজ থেকে টিম ইন্ডিয়া (Team India) যখন টি-২০ বিশ্বকাপ জিতে ভারতে ফিরেছিল, সেই সময় মুম্বইয়ের রাস্তায় জনসমুদ্র দেখা গিয়েছিল। খুব কাছ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বচ্যাম্পিয়নদের দেখার সুযোগ মুম্বইবাসীরা মিস করতে চাননি। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জেতার পর ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন, এ বারও ফের একটা স্মরণীয় মুহূর্তের সক্ষী হতে পারবেন তাঁরা। এরই মাঝে জানা গিয়েছে, এ বার কোনও ভিকট্রি প্যারেড হবে না। কিন্তু কারণ কী?
মিনি বিশ্বকাপজয়ী ভারতীয় টিমের সদস্যরা দুবাই থেকে দেশে ফিরলে কোনও রকম বাস প্যারেড না হওয়ার সম্ভবনাই জোরাল হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় টিমের সদস্যদের দুবাই থেকে নিজ নিজ শহরে আলাদা করে যাওয়ার কথা। সামনেই ১৮তম আইপিএল। তার আগে ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। নিজ নিজ আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার আগে ভারতের ক্রিকেটাররা ছোট্ট বিরতি পাচ্ছেন। ক্রিকেট মহলে বলা হচ্ছে, তাই সম্ভবত চ্যাম্পিয়নরা দেশে ফেরার পর কোনও রকম বাস প্যারেড রাখা হচ্ছে না।
🚨 NO OPEN BUS PARADE FOR CHAMPIONS TROPHY 🚨
– No Bus parade has been planned as of now, players are set to leave home separately. [IANS] pic.twitter.com/qwoJbEpQhS
— Johns. (@CricCrazyJohns) March 10, 2025
দীর্ঘ ১২ বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। ২০১৩ সালে শেষবার মহেন্দ্র ধোনির নেতৃত্বে ভারতে এসেছিল খেতাব। এ বার দলকে চ্যাম্পিয়ন বানালেন রোহিত। তারপরও আইপিএলের কথা ভেবে এবং হাতে সময় কম থাকার জন্য বোর্ড এখন এই জয়ের সেলিব্রেশন করার কথা ভাবছে না। উল্লেখ্য, বোর্ডের পক্ষ থেকে এখনও অবশ্য চ্যাম্পিয়নরা দেশে ফেরার পর কী করা হবে, তা নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।





