Sarfaraz Khan: বিশাখাপত্তনমে কেন ভারতের একাদশে নেই সরফরাজ? ক্ষেপে লাল নেটিজ়েনরা

Feb 02, 2024 | 10:49 AM

IND vs ENG: দীর্ঘ প্রতিক্ষার পর ভারতীয় টিমের নেটে নামার সুযোগ হয়েছে সরফরাজের। কিন্তু বিশাখাপত্তনম টেস্টে ভারতের একাদশে সুযোগ পেলেন না তিনি। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে অবশেষে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রেন্ডিংয়ে ছিলেন। আজ, শুক্রবার বেন স্টোকসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে রজত পাতিদারের। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিংয়ে সরফরাজ খান।

Sarfaraz Khan: বিশাখাপত্তনমে কেন ভারতের একাদশে নেই সরফরাজ? ক্ষেপে লাল নেটিজ়েনরা
Sarfaraz Khan: বিশাখাপত্তনমে কেন ভারতের একাদশে নেই সরফরাজ? ক্ষেপে লাল নেটিজ়েনরা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: সবুরে মেওয়া ফলে… এই প্রবাদ কমবেশি সকলেই জানেন। কিন্তু মুম্বইয়ের ছেলে সরফরাজ খানের (Sarfaraz Khan) জন্য তা কখন ফলবে? দীর্ঘ প্রতিক্ষার পর ভারতীয় টিমের (Team India) নেটে নামার সুযোগ হয়েছে সরফরাজের। কিন্তু বিশাখাপত্তনম টেস্টে ভারতের একাদশে সুযোগ পেলেন না তিনি। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে অবশেষে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রেন্ডিংয়ে ছিলেন। আজ, শুক্রবার বেন স্টোকসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে রজত পাতিদারের। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিংয়ে সরফরাজ খান। কেন তিনি নেই ভারতের একাদশে? জবাব চাইছেন নেটিজ়েনরা।

সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় তাঁর অনুরাগীরা এ বার প্রতিবাদে মুখর। নেটিজ়নরা পাশে দাঁড়িয়েছেন তাঁর। তাঁকে নিয়ে একের পর এক বার্তা ঘুরছে সোশ্যাল মিডিয়া সাইট X এ। একজন লিখেছেন, ‘সরফরাজ খানের সঙ্গে অবিচার হল।’

মুম্বইকর সরফরাজের সঙ্গে চরম অবিচার হচ্ছে। এমনটাই দাবি করছেন তাঁর অনুরাগীরা। এক X ব্যবহারকারী লিখেছেন, ‘সরফরাজ নেই..?? কী..??? দয়া করে কেউ একটু বিষয়টার বিশ্লেষণ করবেন। এটা অবিশ্বাস্য।’

বিশাখাপত্তনমে টেস্ট ডেবিউ হওয়ার দৌড়ে সরফরাজ খানের সঙ্গে ছিলেন রজত পাতিদার। একদিকে রজতকে যখন একদল নেটিজ়েন শুভেচ্ছা জানাচ্ছেন, আর এক দল নেটিজ়েন সরফরাজের জন্য দুঃখ প্রকাশ করছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও অবশ্য ৩টে টেস্ট ম্যাচ বাকি রয়েছে টিম ইন্ডিয়ার। এখন যেন সরফরাজ খান মনে মনে বলছেন, ‘বেটার লাক নেক্টট টাইম…’। বাকি থাকা ৩ টেস্টে সরফরাজ খানের শিঁকে ছেঁড়ে কিনা এ বার সেদিকেই নজর থাকবে তাঁর অনুরাগীদের।

Next Article