Rohit Sharma: বছর কুড়ির শোয়েব বশিরের কেরামতি, টেস্টে প্রথম শিকার রোহিত

Feb 02, 2024 | 11:25 AM

India vs England, 2nd Test: হায়দরাবাদ টেস্ট হেরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। তাই টিম ইন্ডিয়ার লক্ষ্য বিশাখাপত্তনমে জিতে সিরিজে সমতা ফেরানো। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত। ওপেনিংয়ে তাঁর সঙ্গে নামেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। ধীরে ধীরে জমাট হচ্ছিল রোহিত-যশস্বীর জুটি।

Rohit Sharma: বছর কুড়ির শোয়েব বশিরের কেরামতি, টেস্টে প্রথম শিকার রোহিত
বছর কুড়ির শোয়েব বশিরের কেরামতি, টেস্টে প্রথম শিকার রোহিত
Image Credit source: X

Follow Us

কলকাতা: তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াই যে বিশাখাপত্তনম টেস্টে দেখা যাবে, এমনটা প্রত্যাশিত ছিলই। হচ্ছেও সেটাই। হায়দরাবাদ টেস্ট হেরে ৫ ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। তাই টিম ইন্ডিয়ার লক্ষ্য বিশাখাপত্তনমে জিতে সিরিজে সমতা ফেরানো। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত। ওপেনিংয়ে তাঁর সঙ্গে নামেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। ধীরে ধীরে জমাট হচ্ছিল রোহিত-যশস্বীর জুটি। কিন্তু ওপেনিং জুটিকে আরও বেশি থিতু হতে দিলেন না ইংল্যান্ডের হয়ে অভিষেক টেস্ট (Test Cricket) ম্যাচ খেলতে নামা শোয়েব বশির (Shoaib Bashir)। ২০ বছর বয়স, টেস্টে পা রেখেই ক্যাপ্টেন রোহিতের উইকেট তুলে নিলেন পাক বংশোদ্ভুত এই তরুণ।

রোহিত শর্মা ও শোয়েব বশিরের বয়সের ব্যবধান ২০ বছরের। শুধু বয়সে নয়, অভিজ্ঞতাতেও রোহিতের ধারেকাছে নেই শোয়েব। কিন্তু তাঁর বলেই ফাঁসলেন হিটম্যান। নিজের চতুর্থ ওভারে বল করতে এসে শোয়েব তুলে নেন ভারত অধিনায়কের উইকেট। লেগ স্লিপে থাকা অলি পোপ তালুবন্দি করেন রোহিত শর্মার ক্যাচ। ৪১ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মা দুই ইনিংসে ২৪ ও ৩৯ রান করেছিলেন। এ বার বিশাখাপত্তনমেও চলল না রোহিতের ব্যাট। প্রথম ইনিংসে তিনি বড় রান করতে ব্যর্থ হলেন। আর অভিষেকেই যে শোয়েব চমক দেখাবেন তেমনটা মনে করা হচ্ছিল। আর হলও সেটাই। রোহিতের উইকেট তুলে নিয়ে বেশ তৃপ্ত দেখাচ্ছিল শোয়েব বশিরকে। আর তেমনটা হওয়াই স্বাভাবিক। টেস্ট কেরিয়ারের প্রথম উইকেট বলে কথা। এ বার দেখার ডেবিউ ম্যাচে শেষ অবধি ঝুলিতে কতগুলো উইকেট ভরতে পারেন শোয়েব বশির।

রোহিতের উইকেট বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিন জেমস অ্যান্ডারসনের ঝুলিতেও যেতে পারত। কারণ, ৬.৩ ওভারে জিমি এলবিডব্লিউ এবং ক্যাচের আবদেন জানিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড টিমের পক্ষ থেকে কোনও রিভিউ নেওয়া হয়নি। ইংল্যান্ড টিমের ‘বাবা’ না পারলেও ‘ছেলে’র (পড়ুন-IND vs ENG: রোহিতদের হারাতে চমক স্টোকসের, ইংল্যান্ডের প্রথম দলে ‘বাবা’ ও ‘ছেলে’!) ঝুলিতে অবশ্য গেল রোহিতের উইকেট।

Next Article